Header Ads

তথ্য গোপন!! বিজেপি'কে ৫ লক্ষ টাকা জরিমানা হাইকোর্টের।

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত মামলার শুনানির সময়ে বিচারপতির সামনেই আইনজীবীদের হাতাহাতি।
হাইকোর্ট সাক্ষী থাকল সেই ঘটনার।
শুনানি শুরু হওয়ার পর বিজেপির আইনজীবী যখন বিচারপতির সামনে নিজের বক্তব্য রাখতে থাকেন, তখন বিশৃঙ্খলা তৈরি হয়। প্রথমে শুরু হয় কথা কাটাকাটি, পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির আইনজীবীরা। এই ঘটনায় ক্ষুব্ধ আইনজীবীদের একাংশ।

মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির নির্দেশ বাতিল নিয়ে নির্বাচন কমিশনের মঙ্গলবারের বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্ট। বিজেপির করা ওই মামলার জেরে স্থগিতাদেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদারের চেম্বার।
তারই পাল্টা হিসাবে হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্যের শাসক দল । আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বলেন, তথ্য গোপন করে হাইকোর্টে গিয়েছে রাজ্য বিজেপি। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে একই মামলা চলতে পারে না। সেই প্রেক্ষিতেই হাইকোর্টে মামলা করে তৃণমূল।

বিষয়টি নিয়ে বুধবার বিস্ময়প্রকাশ করেছিলেন বিচারপতি সুব্রত তালুকদার। তথ্য গোপন হলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সেই সংক্রান্ত বিষয়টি উঠলেই আদালতের তরফ থেকে বিজেপিকে ৫ লক্ষ জরিমানা করা হয়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.