Header Ads

শাসক দলের চাপেই ডিগবাজি কমিশনের? প্রশ্ন সূর্যর। "রুল অফ স্কাউনড্রলস" বললেন সুজন।

নজরবন্দি ব্যুরোঃ নির্বাচন কমিশন গত কাল রাতে মনোনয়নের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেই পরের দিন অর্থাৎ আজ সকালবেলায় সেই নির্দেশ প্রত্যাহার করে নেয়। এরপরেই তীব্র প্রতিক্রিয়া দেখা দেখা গেছে রাজনৈতিক মহলে। বিরোধীরা বলছে কমিশন সরকারের হাতের পুতুল।

বিজেপি হাইকোর্টে মামলা করে এবং আদায় করে কমিশনের নির্দেশের উপর স্টে অর্ডার। তবে নতুন করে বিজ্ঞপ্তির কোন সম্ভাবনা নেই আর। অন্যদিকে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী ট্যুইট করে তীব্র সমালোচনা করেছেন সরকার এবন নির্বাচন কমিশনের। তিনি লিখেছেন দু-দিনে দুটো নির্দেশিকা, যা গণতন্ত্রে সব থেকে বড় দুর্ঘটনা। তাঁর কোথায় রাজ্যে স্কাউনড্রলস-দের শাসন চলছে।

অন্যদিকে সূর্যকান্ত মিশ্র বলেছেন "শাসক দল ও তার মন্ত্রীদের চাপেই কি এই ডিগবাজি? বাইক মিছিল করে কমিশনারকে অভিনন্দন জানানোর এই প্রক্রিয়া আদৌ জনগনের প্রতিবাদের কন্ঠ স্তিমিত করতে পারবে না।"
https://twitter.com/Sujan_Speak/status/983603946970234881
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.