Header Ads

কাঠুয়া গণধর্ষণ নিয়ে মুখ খোলায় ট্রোলিংয়ের শিকার সানিয়া। দিলেন কড়া জবাব।

নজরবন্দি ব্যুরোঃ সেলিব্রেটিরা ট্রোলিংয়ের শিকার হন আজকাল আকছার। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা সেগুলকে তাঁরা সে ভাবে গুরুত্ব
দেন না। কিন্তু এবার হল ঠিক উল্টোটা।কাঠুয়া গণধর্ষণ নিয়ে মুখ খুলেছিলেন সানিয়া মির্জা। তিনি টুইট করেছিলেন, এই দেশকেই কি আমরা বিশ্বের সামনে তুলে ধরতে চাই? যদি ৮ বছরের এই বালিকার জন্য আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে দাঁড়াতে না পারি, তাহলে বিশ্বের কোনও কিছুর জন্য মুখ খোলার অধিকার আমাদের নেই… মানবতার জন্যও নয়… গা গুলিয়ে আসছে।

তাঁর এই টুইটের জবাবে এক বেক্তি বলেন বিয়ে তো করেছেন পাকিস্তানে। কোন দেশের কথা বলছেন আপনি? আর তো আপনি ভারতীয় নন। যদি এ নিয়ে টুইট করেন তবে অবশ্যই আপনার টুইট করা উচিত পাক জঙ্গিদের হাতে প্রাণ হারানো নির্দোষদের সম্পর্কেও। এর উত্তরে সানিয়া তাঁকে বেশ করা জবাব দেন। লেখেন, প্রথমে জেনে রাখুন, কেউ ‘কোথাও’ বিয়ে করে না, কোনও ব্যক্তিকে বিয়ে করে।

আর এখন আপনার মত লোক আমাকে বলবে আমি কোন দেশের নাগরিক.. আমি ভারতের হয়ে খেলি, আমি ভারতীয় আর বরাবর তাই থাকব.. যদি ধর্ম ও দেশের বাইরে তাকিয়ে ভাবতে পারেন, তাহলে একদিন হয়তো মানবতার পক্ষেও দাঁড়াতে পারব।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.