Header Ads

পঞ্চায়েতের 'নতুন অধ্যায়'! "মনোনয়ন তুলে না নিলে 'কচুকাটা' করবো!" বিজেপি প্রার্থীকে হুমকি।

নজরবন্দি ব্যুরোঃ পঞ্চায়েতের আগে বিরোধীদের মনোনয়ন পত্র জমা দেওয়ায় বাধা দেওয়ার একাধিক অভিযোগ সামনে আসে এই কদিনে। এবার জমা দেওয়া মনোনয়ন পত্র তুলে নেওয়ার হুমকি দিল তৃণমূলের মদত প্রাপ্ত নির্দল প্রার্থী। রামপুরহাটের মল্লারপুর এলাকার ঘটনা।
মৌরেশ্বর ১ ব্লকের কানচি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী মুনমুন ব্যানার্জিকে মনোনয়ন পত্র তুলে নেওয়ার হুমকি দিয়েছেন নির্দল প্রার্থী নিধু হাজরা, রাহুল হাজরা ও হীরন শেখ, অভিযোগ মুনমুনের দাদা আশিস ব্যানার্জির। এই তিন জন নির্দল প্রার্থীই তৃণমূলের মদতপ্রাপ্ত এবং তারা শাসক দলের মদতেই এই হুমকি দিয়েছে বলে দাবি আশিস বাবুর।

আশিস বাবু জানিয়েছেন, তার বোন তথা বিজেপি প্রার্থী মুনমুন ব্যানার্জিকে নিধু, রাহুল এবং হীরন নামে ওই তিন নির্দল প্রার্থী এসে হুমকি দিয়ে বলে, "মনোনয়ন তুলবি কালকে? যদি না তুলিস তাহলে আজ থেকেই খেলা আরম্ভ হবে। আর কালকে তোকে 'কচুকাটা' করে দেবো।"

এরপরেই আশিস ব্যানার্জি এবং মুনমুন ব্যানার্জি থানায় নিধু হাজরা, রাহুল হাজরা ও হীরন শেখ-এর নামে মল্লারপুর থানায় এফআইআর করেন। তবে এফআইআর নিলেও এখনো পর্যন্ত প্রশাসনের তরফে তাদের নিরাপত্তার বিষয়ে কোনো আশ্বাস দেওয়া হয়নি বলে দাবি করেছেন আশিস ব্যানার্জি।
https://youtu.be/WDrAknVwD6o
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.