Header Ads

নির্বাচনের পরেই খুশির খবর পেতে পারেন চাকরী প্রার্থীরা! প্রচুর নিয়োগ রাজ্যে। পড়ুন।

নজরবন্দি ব্যুরো: স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ-ডি পদে নিয়োগ প্রক্রিয়া আসন্ন।
নির্বাচনের কথা মাথায় রেখে বেশ কিছুদিন স্থগিত থাকার পরে পুনরায় আবার তা শুরু করা হল। উল্লেখ্য মোট ৬ হাজার পদে নিয়োগের কথা আগেই ঘোষণা কর হয়। মাঝে কিছুদিন স্থগিত থাকার পর আবার ইন্টারর্ভিউ প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বস্ত সূত্রের খবর, প্রথম দফায় ইন্টারভিউ-এর দ্বারা রাজ্যে গ্রুপ-ডি পদের শূন্য পদের ঘাটতি পূরণ সম্ভব হয়নি। সেই কারণেই মূলত কাট-অফ মার্কস আরও কমিয়ে ইন্টারভিউ দেবার ব্যবস্থা চলছে।

প্রথম দফায় লিখিত পরীক্ষা ও ইন্টারর্ভিউ নেওয়ার পর্ব শেষ। বাকি ছিল চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ। আর সামনেই নির্বাচনে কারণে এই তালিকা প্রকাশের পর্ব স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, প্রথম ধাপে প্রায় ৫ হাজার পদ পূরণ হয়েছে। বর্তমানে এখনও প্রায় ১ হাজার পদ ফাঁকা থেকে গিয়েছে। আর সেই কারণে দ্বিতীয় দফায় নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে।

তবে রাজ্যের বেকারদের জন্য গুরুত্বপূর্ণ খবর হল, বিশেষ সূত্রের খবর পঞ্চায়েত নির্বাচনের পরেই আবার প্রায় ১২ হাজার কর্মী নিয়োগ করবে সরকার। এর মধ্যে পুলিশের কনস্টেবল পদে আছে ৫৩০০ । পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পরেই ৮০০ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া চালু হবে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.