বাংলা বছরের নতুন দিনে রানিগঞ্জের ঐতিহ্যবাহী বেঙ্গল পেপার মিল বন্ধের নোটিশ জারি করলো কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ সংস্থা৷
নজরবন্দি, আসানসোলঃ—বাংলা বছরের নতুন দিনেই কারখানা বন্ধের নোটিশে মাথায় হাত শ্রমিকদের৷ঘটনা সূত্রে রানিগঞ্জের বল্লভপুর সংলগ্ন বেঙ্গল পেপার মিল দীর্ঘদিন বন্ধ থাকার পর এক বেসরকারি সংস্থার হাত ধরে আজ থেকে ১২বছর আগে কারখানাটি চালু করা
হয় শ্রমিক সংখ্যা হ্রাস করে৷চালু হয় ব্রাউন পেপার তৈরীর কাজ৷তবে একই সাথে স্থানীয় এলাকা থেকে বার বার উঠে আসে দূষণের অভিযোগ৷দূর্গন্ধের সাথে সাথে বর্জ্য মিশ্রিত দূষিত জল সরাসরি দামোদর নদীতে মেশায় প্রতিবাদ ও প্রতিরোধও তীব্র হতে থাকে স্থানীয় অঞ্চলে৷দূষণ নিয়ন্ত্রণ দপ্তর থেকে এ বিষয়ে বার বার বিজ্ঞপ্তিও জারি করা হয় কারখানা কর্তৃপক্ষের উদ্দেশে৷তাতে সেরকম কাজ না হওয়ায় শেষপর্যন্ত কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক সংস্থা নতুন বছরের প্রথমদিনেই কারখানা বন্ধের নোটিশ জারি করায়,মাথায় হাত পড়লো কর্মরত ৫০০শ্রমিকের৷
Loading...
কোন মন্তব্য নেই