Header Ads

রয় ঝড়ে উড়ে গেল মুম্বাই


নজরবন্দি ব্যুরো: এবারের আইপিএলের তাঁদের তৃতীয় ম্যাচে তাঁদের প্রথম জয় তুলে নিল দিল্লি ডেয়ারডেভিলস
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯৪ রানের বিশাল রান তোলেন। তার জবাবে ব্যাট করতে নেমে প্রধানত জেসন রয় ৫৩ বলে ৯১ রানের অবদানে জয় পেল গৌতম গম্ভীরের দিল্লি। শেষ ওভারে প্রয়োজন ছিল ১১ রানের বোলার ছিলেন মুস্তাফিজুর রহমান প্রথম দুই বলে ছয় চার মেরে দেন রয় তবে তার পরের তিন বলে কোনও রান হয়নি শেষ বলে রান করতে হতো রয় কভারের উপর দিয়ে বল তুলে এক রান নিয়ে দলকে অনবদ্য জয় এনে দেন অপর দিকে আজ কোলকাতা বনাম হাইদ্রাবাদের মধ্যে খেলাতে ব্যাট করছেন কেকেআর। ৭ ওভারে ৫2 রান করেছেন ১ উইকেট হারিয়ে। এখন বৃষ্টির জন্য খেলে বন্ধ আছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.