Header Ads

৫.৬২ লক্ষ ভারতীয়-র তথ্য চুরি হয়েছে! জানালো ফেসবুক।

নজরবন্দি ব্যুরোঃ ফেসবুক সূত্রে জানানো হয়েছে তথ্য হাতানোর কেলেঙ্কারিতে ভারতের ৫.৯২ লক্ষ ইউজার শিকার হয়ে থাকতে পারেন।
ভারতের ফেসবুক ইউজারের সংখ্যা ২০ কোটির বেশি। গত মাসেই ভারত ফেসবুক ও অ্যানালিটিকাকে শো-অফ নোটিশ জারি করেছে এই ঘটনায়। বিভিন্ন দেশের নির্বাচন প্রভাবিত করতে সারা বিশ্বের লক্ষ লক্ষ ফেসবুক গ্রাহকের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে হাতিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় গতমাসেই তথ্য চুরির মাধ্যমে

নির্বাচনে প্রভাব তৈরি নিয়ে ফেসবুককে সতর্ক করে দিয়েছেন তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন প্রয়োজন হলে সংস্থার সিইও মার্ক জুরেকবার্গে ভারতে তলব করা হতে পারে। ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, বিশেষ একটি অ্যাপ ইন্সস্টলেশনের মাধ্যমে ভারতের ৩৩৫ জন প্রত্যক্ষভাবে ক্ষতির শিকার হয়েছেন। আর এই ৩৩৫ জন ইউজার দের ফ্রেন্ড হিসেবে আরও ৫.৬২,৪৫৫ জন গ্রাহক পরোক্ষ ভাবে তথ্য চুরির শিকার হয়ে থাকতে পারেনবলে জানিয়েছে ফেসবুক। প্রসঙ্গত এই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষমাপ্রার্থনা করেছে ফেসবুক।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.