Header Ads

কলকাতায় এসে মুকুল-রাহুলের পাশে বসে সাংবাদিকদের সাথে খারাপ ব্যাবহার স্মৃতির!

নজরবন্দি ব্যুরোঃ আবার বিতর্কে স্মৃতি ইরানি। কয়েকদিন আগেই সংবাদমাধ্যমের বিরুদ্ধে হুমকি দিয়েছিল তাঁর দফতর। ব্যাপক সমালোচনার মুখে পড়ে সেই বিতর্কিত নির্দেশিকা ফিরিয়ে নিতে বাধ্য হন খোদ প্রধানমন্ত্রী। আর এবার কলকাতায় সাংবাদিক সম্মেলন করার সময় আবার সাংবাদিকদের সাথে খারাপ ব্যাবহার করলেন স্মৃতি।

গতকাল কলকাতায় দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে রাহুল সিনহা এবং মুকুল রায় কে পাশে বসিয়ে বিজেপি দফতরে সাংবাদিক সম্মেলন করে স্মৃতি ইরানি বলেন "পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয়। শুধু বিরোধীরা নয় পাশাপাশি পুলিশ প্রশাসন ও সাংবাদিকরাও সুরক্ষিত নন।

বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি কর্মীদের পাশে আছে। তৃণমূল কংগ্রেসের যে কোনও হামলার বিরুদ্ধে রুখে দাঁড়াবে বিজেপি।
এরপর সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারান তিনি। সংবাদমাধ্যম কে তাঁর হুমকি বহুল নির্দেশিকা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "আমি এখানে ভারতীয় জনতা পার্টির একজন নেত্রী হিসাবে এসেছি। কোনও সরকারি বিষয়ে কথা বলবো না। এসব বিষয়ে কেউ প্রশ্নও করবেন না।"

একাধিক প্রশ্নবানে জর্জরিত স্মৃতি এক প্রশ্নের উত্তরে বলে ওঠেন, “আপনি যা খুশি প্রশ্ন কর‍তেই পারেন। সে সব প্রশ্নের উত্তর দেব কিনা, সেটা আমি ঠিক করবো, এটা মাথায় রাখবেন।”

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.