Header Ads

দীর্ঘদিনের প্রেম, এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন মিলিন্দ-অঙ্কিতা।


নজরবন্দি ব্যুরো: মডেল অভিনেতা মিলিন্দ সোমন এবং তাঁর বর্তমান গার্লফেন্ড অঙ্কিতার সঙ্গে বহু দিন ধরে প্রেম করছেন। তাঁদের এই প্রেম নিয়ে একসময় সমালোচনার ঝড় উঠে ছিল দেশ জুড়ে। মিলিন্দের চেয়ে অঙ্কিতা বয়সে বেশ খানিকটা ছোটো। যার ফলে সোসাল মিডিয়াতে তাঁদের ট্রোল হতে হয়ে ছিল।
এতকিছুর পরেও তাঁদের সম্পর্কে কোনও ফাটল ধরেনি। সম্প্রতি এক সাক্ষাতকারে মিলিন্দ বলেছেন অঙ্কিতা তাঁর এই বেপরোয়া জীবনকে পছন্দ করে। তাঁর সঙ্গে থাকলে তিনি স্বাধীনতা উপভোগ করেন। এজন্য অঙ্কিতাকে তাঁর পছন্দ। এহেন জুটি এবার বিয়ের পিঁডিতে বসতে চলেছে। সূত্রের খবর আগামি ২১ এপ্রিল বিয়ে করতে চলেছেন মিলিন্দ-অঙ্কিতা। তবে খুব জাঁকজমক নয়, ছোট ঘরোয়া অনুষ্ঠানের মিধ্যে দিয়েই আগামী ২১ এপ্রিল চার হাত এক হতে চলেছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.