এবার প্যান কার্ডে স্বীকৃতি পাবেন রূপান্তরকামীরা। জানাল কেন্দ্র।
জারি করে জানিয়েছে, প্যান কার্ডের আবেদনের ফর্মে একটি নতুন জায়গা থাকবে রূপান্তরকামীদের জন্য। আয়কর নিয়মের ১৩৯এ ও ২৯৫ নম্বর ধারা অনুযায়ী এই নতুন সংশোধনী আনা হয়েছে। নতুন কেউ প্যান নম্বরের আবেদন করলে এই ফর্ম পূরণ করতে হবে। রূপান্তরকামীরা চাইলে সেই বক্সে টিক দিয়ে আবেদন করতে পারবেন। এতদিন প্যান কার্ডের আবেদনের ফর্মে শুধুমাত্র পুরুষ ও মহিলা হিসাবেই নিজেদের পরিচয় দেওয়া যেত।
এবার থেকে নতুন নিয়মে রূপান্তরকামীরাও নিজেদের পরিচয় তুলে ধরতে পারবেন।প্রসঙ্গত, আধার কার্ডে তৃতীয় লিঙ্গ ক্যাটেগরি থাকলেও প্যানে এতদিন না থাকায় সমস্যা হচ্ছিল। এবার সেই সমস্যার সমাধান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
Loading...
কোন মন্তব্য নেই