তৃণমূল কর্মীদের দাপট, নমিনেশন দিতে না পেরে রানিগঞ্জের সিয়ারসোল মোড় থেকে ফিরল সিপিআইএম।
নিজস্ব প্রতিনিধি, আসানসোলঃ মনোনয়ন জমা দেওয়ার চতুর্থ দিনে সিপিআইএম এর পক্ষ থেকে রানিগঞ্জ সমষ্টি দপ্তরে মনোনয়ন জমা দিতে এসে তৃণমূল আশ্রিত গণ্ডাদের চাপে পিছু হঠতে হয় বলে অভিযোগ৷
তৃণমূলী গুণ্ডাদের দাপটে রানিগঞ্জের সিয়ারসোল মোড় থেকে তাদের ফিরে যেতে হয়৷ এই মনোনয়ন জমা দেওয়ার প্রার্থীদের মনোবল বাড়াতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর স্থানীয় বিধায়ক রুনু দত্ত ও যুব নেতা হেমন্ত প্রভাকর সহ আরো অনেকে৷ সিপিআইএম এর পক্ষ থেকে জানানো হয়,শুক্রবার সকালে তারা মনোনয়ন জমা দিতে বিডিও অফিসের দিকে অগ্রসর হলে সিয়ারসোল মোড়ের কাছে জানতে পারে তৃণমূলী গুণ্ডারা সমষ্টি দপ্তর ঘিরে আছে৷ যে কোনো সময় ঝামেলা হতে পারে৷
দলীয় প্রার্থীরা যাতে আক্রান্ত না হয়,তাই সংঘর্ষ আটকাতে সিমিএম আজকের মতো মনোনয়ন জমা দেওয়ার পরিকল্পনা ত্যাগ করে রানিগঞ্জের সিয়ারসোল মোড় সংলগ্ন এন এস বি মোড়ে আধঘন্টা বিক্ষোভ প্রদর্শন করে এবং আমড়াসোঁতা ফাঁড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে৷এ বিষয়ে তৃণমূলের গ্রামীন প্রেসিডেন্ট বাবু রায় বলেন—এ সব বিরোধীদের অপপ্রচার,মানুষ তাদের সাথে নেই৷আমাদের কর্মী সমর্থকেরা বিডিও অফিসে আছে মনোনয়ন জমা দিতে৷ কোনো গুণ্ডা বা বাইরের কেউ নেই৷
যারা এলাকায় উন্নয়ন না করে শুধু বালি চোর কয়লা চোর মাফিয়াদের নিয়ে সংগঠন করতো,তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন৷ তারা অভিযোগ করে প্রচারের আলোয় থাকতে চাইছে৷ শাসক দলের পক্ষ থেকে কাউকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়নি৷মানুষ মমতা ব্যানার্জীর উন্নয়নের যজ্ঞে সামিল হয়ে আমাদের সাথেই আছে৷
তৃণমূলী গুণ্ডাদের দাপটে রানিগঞ্জের সিয়ারসোল মোড় থেকে তাদের ফিরে যেতে হয়৷ এই মনোনয়ন জমা দেওয়ার প্রার্থীদের মনোবল বাড়াতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর স্থানীয় বিধায়ক রুনু দত্ত ও যুব নেতা হেমন্ত প্রভাকর সহ আরো অনেকে৷ সিপিআইএম এর পক্ষ থেকে জানানো হয়,শুক্রবার সকালে তারা মনোনয়ন জমা দিতে বিডিও অফিসের দিকে অগ্রসর হলে সিয়ারসোল মোড়ের কাছে জানতে পারে তৃণমূলী গুণ্ডারা সমষ্টি দপ্তর ঘিরে আছে৷ যে কোনো সময় ঝামেলা হতে পারে৷
দলীয় প্রার্থীরা যাতে আক্রান্ত না হয়,তাই সংঘর্ষ আটকাতে সিমিএম আজকের মতো মনোনয়ন জমা দেওয়ার পরিকল্পনা ত্যাগ করে রানিগঞ্জের সিয়ারসোল মোড় সংলগ্ন এন এস বি মোড়ে আধঘন্টা বিক্ষোভ প্রদর্শন করে এবং আমড়াসোঁতা ফাঁড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে৷এ বিষয়ে তৃণমূলের গ্রামীন প্রেসিডেন্ট বাবু রায় বলেন—এ সব বিরোধীদের অপপ্রচার,মানুষ তাদের সাথে নেই৷আমাদের কর্মী সমর্থকেরা বিডিও অফিসে আছে মনোনয়ন জমা দিতে৷ কোনো গুণ্ডা বা বাইরের কেউ নেই৷
যারা এলাকায় উন্নয়ন না করে শুধু বালি চোর কয়লা চোর মাফিয়াদের নিয়ে সংগঠন করতো,তারা আজ জনগণ থেকে বিচ্ছিন্ন৷ তারা অভিযোগ করে প্রচারের আলোয় থাকতে চাইছে৷ শাসক দলের পক্ষ থেকে কাউকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়নি৷মানুষ মমতা ব্যানার্জীর উন্নয়নের যজ্ঞে সামিল হয়ে আমাদের সাথেই আছে৷
No comments