শাসকের 'বিরোধী শূন্য পঞ্চায়েত'এর স্বপ্ন গুড়িয়ে এবার বিরোধী-মনোনয়ন জমা চলছে জোরকদমে৷
নজরবন্দি, আসানসোলঃ পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ বা বারাবনী বিধানসভা এলাকা গুলিতে এতদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার নিরিখে শাসকদল বহু জায়গায়তেই বিরোধীশূন্য জয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে পড়েছিল৷
কিন্তু তাদের সেই দাবিকে নস্যাৎ করতে ভিতরে ভিতরে প্রস্তুতি নিয়েছে বিরোধী শিবির৷ শনিবার সকালে মহকুমা শাসকের দপ্তরে কড়া নিরাপত্তার মধ্যে মনোনয়ন জমা নেওয়ার পর্ব শুরু হতেই দেখা গেল রানিগঞ্জ থেকে সিপিএম এর যুব নেতা হেমন্ত প্রভাকরের নেতৃত্বে বেশ কয়েকজন প্রার্থী মনোনয়ন জমা দিতে আসে৷
পাশাপাশি বারাবনী বিধানসভা এলাকার নুনি গ্রাম পঞ্চায়েত থেকে এক আহত বিজেপি প্রার্থী উজ্জ্বল ধীবর অ্যাম্বুলেন্সে করে মনোনয়ন জমা দিতে আসে৷ ক্যামেরায় ধরা পড়লো সেই চিত্র৷
প্রসঙ্গত উজ্জ্বল ধীবর বেশ কয়েকদিন আগে তৃণমূল আশ্রিত গুণ্ডাদের হাতে আক্রান্ত হন বলে খবর৷
অন্যদিকে জাতীয় কংগ্রেসের যুব নেতা প্রসেঞ্জিৎ পুইতুণ্ডির দাবি মতো, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বারাবনী ও সালানপুর পঞ্চায়েত এলাকা থেকে ইতিমধ্যেই ১২ জন প্রার্থী মনোনয়ন জমা দিতে এসেছেন৷ সব মিলিয়ে এখনো যা দেখা যাচ্ছে, শাসক দলের বিরোধীশূন্যের দাবি নস্যাৎ হতে চলেছে৷
কিন্তু তাদের সেই দাবিকে নস্যাৎ করতে ভিতরে ভিতরে প্রস্তুতি নিয়েছে বিরোধী শিবির৷ শনিবার সকালে মহকুমা শাসকের দপ্তরে কড়া নিরাপত্তার মধ্যে মনোনয়ন জমা নেওয়ার পর্ব শুরু হতেই দেখা গেল রানিগঞ্জ থেকে সিপিএম এর যুব নেতা হেমন্ত প্রভাকরের নেতৃত্বে বেশ কয়েকজন প্রার্থী মনোনয়ন জমা দিতে আসে৷
পাশাপাশি বারাবনী বিধানসভা এলাকার নুনি গ্রাম পঞ্চায়েত থেকে এক আহত বিজেপি প্রার্থী উজ্জ্বল ধীবর অ্যাম্বুলেন্সে করে মনোনয়ন জমা দিতে আসে৷ ক্যামেরায় ধরা পড়লো সেই চিত্র৷
প্রসঙ্গত উজ্জ্বল ধীবর বেশ কয়েকদিন আগে তৃণমূল আশ্রিত গুণ্ডাদের হাতে আক্রান্ত হন বলে খবর৷
অন্যদিকে জাতীয় কংগ্রেসের যুব নেতা প্রসেঞ্জিৎ পুইতুণ্ডির দাবি মতো, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বারাবনী ও সালানপুর পঞ্চায়েত এলাকা থেকে ইতিমধ্যেই ১২ জন প্রার্থী মনোনয়ন জমা দিতে এসেছেন৷ সব মিলিয়ে এখনো যা দেখা যাচ্ছে, শাসক দলের বিরোধীশূন্যের দাবি নস্যাৎ হতে চলেছে৷
No comments