Header Ads

ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে বিপর্যস্ত নাইটরা!


শুভব্রত মুখার্জিঃ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান তোলে কেকেআর। এদিন ওপেনিং জুটিতে পরিবর্তন আনে কেকেআর টিম ম্যানেজমেন্ট। তবে ওপেন করতে এসে মাত্র ৩ রান করে ফিরে যান উথাপ্পা।পরেরদিকে নেমে মাত্র ৯ রানে আউট হন "প্রাক্তন" ওপেনার নারাইন।

কলকাতার হয়ে রান পান ক্রিস লিন ৪৯ এবং অধিনায়ক দীনেশ কার্তিক ২৯ রান করেন। সানরাইজার্স হায়দ্রাবাদ এর হয়ে ভুবনেশ্বর কুমার ৩টি, সাকিব আল হাসান ২টি এবং স্টানলেক ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ঋদ্ধিমান সাহা ২৪, অধিনায়ক উইলিয়ামসন ৫০, সাকিব আল হাসান ২৭ রান করে সানরাইজার্স হায়দ্রাবাদকে সহজ জয় এনে দেন। কেকেআরের হয়ে নারাইন ২টি, পীযূষ চাওলা, মিচেল জনসন এবং কুলদীপ যাদব ১টি করে উইকেট নেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.