কমনওয়েলথে ভারতের চতুর্থ সোনা।
নজরবন্দি,শুভব্রত মুখার্জিঃ কমনওয়েলথ গেমসে চতুর্থ সোনা পেল ভারতের ভেঙ্কট রাহুল রাগালার। ছেলেদের ৮৫ কেজি বিভাগের স্বর্ণপদক
জিতলেন ভেঙ্কট রাহুল৷স্ন্যাচে তৃতীয় তথা চূড়ান্ত দফায় ১৫১ কেজি ভারোত্তোলন করেন তিনি৷স্ন্যাচে তৃতীয় তথা চূড়ান্ত দফায় ১৫১ কেজি ভারোত্তোলন করেন তিনি৷ক্লিন অ্যান্ড জার্কে দ্বিতীয় প্রচেষ্টায় ১৮৭ কেজি ভারোত্তোলন করেন ভারতীয় তারকা৷
সব মিলিয়ে ৩৩৮ কেজি ভারোত্তোলন করে সোনা জেতেন ভেঙ্কট৷ ৩৩১ কেজি ভার তুলে এই বিভাগে রুপো জেতেন সামোয়ার ডন ওপেলগ,৩২৮ কেজি ভারোত্তোলন করে ব্রোঞ্জ জিতেছেন মালয়েশিয়ার মুহাম্মদ ফারজুল আজরেই মোহদাদ৷
জিতলেন ভেঙ্কট রাহুল৷স্ন্যাচে তৃতীয় তথা চূড়ান্ত দফায় ১৫১ কেজি ভারোত্তোলন করেন তিনি৷স্ন্যাচে তৃতীয় তথা চূড়ান্ত দফায় ১৫১ কেজি ভারোত্তোলন করেন তিনি৷ক্লিন অ্যান্ড জার্কে দ্বিতীয় প্রচেষ্টায় ১৮৭ কেজি ভারোত্তোলন করেন ভারতীয় তারকা৷
সব মিলিয়ে ৩৩৮ কেজি ভারোত্তোলন করে সোনা জেতেন ভেঙ্কট৷ ৩৩১ কেজি ভার তুলে এই বিভাগে রুপো জেতেন সামোয়ার ডন ওপেলগ,৩২৮ কেজি ভারোত্তোলন করে ব্রোঞ্জ জিতেছেন মালয়েশিয়ার মুহাম্মদ ফারজুল আজরেই মোহদাদ৷
No comments