Header Ads

নববর্ষে ভারত বাংলাদেশের সৌহার্দ্য বিনিময় হিলি সীমান্তে।


হিলি ১৪ এপ্রিল :  ভারত বাংলাদেশ সীমান্তে পাহারারত দুই দেশের জওয়ানদের মধ্যে সৌহার্দ্য বিনিময় দৃশ্যের আবারও সাক্ষী থাকল দক্ষিণ দিনাজপুরের ভারত বাংলাদেশ-এর সীমান্তবর্তী  হিলি চেকপোস্ট। দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ লাগোয়া এই হিলি সীমান্তে বছরের বিভিন্ন সময়ে উৎসবের দিনগুলিতে ভারত- বাংলাদেশ সীমান্তে পাহারারত বি.এস.এফ এবং বি.জি.বি জওয়ানদের মধ্যে একে অপরকে শুভেচ্ছা জানানোর রীতি চলে আসছে দীর্ঘদিন ধরেই। শনিবার এবারও সেই একই চিত্র দেখা গেল হিলি চেকপোস্ট-এ।
শনিবার সকালে বাংলা নববর্ষ উপলক্ষ্যে বি.এস.এফ এবং বি.জি.বি জওয়ানরা একে অপরের সাথে নতুন বছরের শুভেচ্ছা আদান প্রদান করে। সেই সজ্ঞে সীমান্তের পাহারারত বি.এস.এফ এবং বি.জি.বি জওয়ানরা একে অপরের সাথে মিষ্টি আদান প্রদান করে। দুই দেশের জওয়ানদের মধ্যে এই সৌহার্দ্য বিনিময় দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতির অন্যতম পরিপন্থী বলে মনে করছে দুই দেশের মানুষরাও। শনিবার  বাংলা নববর্ষের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলি বি.এস.এফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার  এবং বি.জি.বি-র হিলি কোম্পানী কমান্ডার সহ বি.এস.এফ এবং বি.জি.বি-র অন্যান্য কর্তারা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.