শ্রীদেবীকে কোনওমতেই পুরস্কৃত করা যাবে না: শেখর কপূর
নজরবন্দি ব্যুরোঃ: "মম" ছবির জন্য এ বছর শ্রীদেবীকে দেওয়া হয়েছে জাতীয় পুরস্কার।কিন্তু এই পুরস্কার নিয়ে মতানক্য দেখা গেল। জুরি সদস্যদের মধ্যে। অন্যতম জুরী মেম্বার পরিচালক শেখর কপূর চাননি এ বছরের সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার সদ্য প্রয়াত এই অভিনেত্রীকে দিতে।
তিনি বলেন প্রতিদিন সকালে তিনি জুরি সদস্যদের বলতেন সেরা অভিনেত্রীর নির্বাচনে নতুন করে ভোট দিতে, শ্রীদেবীকে কোনওমতেই পুরস্কৃত করা যাবে না। কারণ মনে হতে পারে, মারা গিয়েছেন বলে তাঁকে পাইয়ে দেওয়া হয়েছে এই পুরস্কার। তিনি আরও বলেন বলেছেন, আবেগের দিক থেকে তাঁরা সকলে শ্রীদেবীর সঙ্গে যুক্ত। কিন্তু শুধু মৃত্যুর কারণে তাঁরে সেরা অভিনেত্রী বাছা হলে অন্য মেয়েদের প্রতি অবিচার করা হবে। তাঁরাও ১০-১২ বছর ধরে খেটে আসছেন, তাঁদেরও কেরিয়ার রয়েছে।কিন্তু ভোটাভুটিতে বারবারই জিতে যেতেন শ্রী। ফলে তাঁকে ছাড়া আর কাউকে বাছা যায়নি সেরা অভিনেত্রী হিসেবে। Loading...
কোন মন্তব্য নেই