জন জীবন স্বাভাবিক৷ বন্ধের প্রভাব নেই আসানসোল শিল্পাঞ্চলে৷
নজরবন্দি, আসানসোল: বামেদের ডাকা বন্ধে কোনো প্রভাব পড়েনি আসানসোল শিল্পাঞ্চলে৷জন জীবন অন্যান্য দিনের মতই স্বাভাবিক৷তবে মোড়ে মোড়ে অশান্তি এড়াতে পুলিশ পিকেট দেখা গেছে৷
সকালে বাজারের সমস্ত দোকান খোলা না পাওয়া গেলেও রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল৷তবে দূরপাল্লার বাস গুলিতে অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা কম দেখা গেছে৷যদিও সিপিএম এর পক্ষ থেকে বন্ধের সমর্থনে আসানসোলের ভগৎ সিং মোড় থেকে মিছিল করতে দেখা যায়৷
এক ঝলকে আসানসোল


সকালে বাজারের সমস্ত দোকান খোলা না পাওয়া গেলেও রাস্তায় যান চলাচল স্বাভাবিক ছিল৷তবে দূরপাল্লার বাস গুলিতে অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা কম দেখা গেছে৷যদিও সিপিএম এর পক্ষ থেকে বন্ধের সমর্থনে আসানসোলের ভগৎ সিং মোড় থেকে মিছিল করতে দেখা যায়৷
এক ঝলকে আসানসোল
No comments