Header Ads

মনোনয়ন বাতিল! অবশেষে নৈতিকতার যুদ্ধে গোহারা হারলো তৃণমূল! পঞ্চায়েতে জয়ী বামেরা।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে। তারপর থেকেই সন্ত্রাসের খণ্ডচিত্র ফুটে উঠেছে রাজ্য জুড়ে। অধিকাংশ জায়গায় বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে দেয়নি তৃণমূল, অভিযোগ তুলেছে বিরোধী শিবির। এই বে-নিয়মের মধ্যেই পান্ডুয়ার পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল সিপিআইএম।
পান্ডুয়া পঞ্চায়েত সমিতির জামগ্রাম আসনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয় পেল বামেরা। রাজ্য জুড়ে যখন একাধিক জায়গায় বামেদের জোর করে মনোনয়ন পত্র জমা দিতে দেয়নি তৃণমূলের ঠ্যাঙারে বাহিনী। এরাজ্যে গণতন্ত্র ধর্ষিত হচ্ছে বলে যখন প্রতিবাদে সরব হয়েছে বাম সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলি তখন নৈতিকতার কাছে গোহারা হারলো শাসক দল। স্ক্রুটিনিতে তৃণমূলের নমিনেশন বাতিল হয়ে গেল। আর তার ফলস্বরূপ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল সিপিআইএম।

পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে রাজ্য জুড়ে চলছে তাণ্ডব। কোথাও মনোনয়ন পত্র জমা দিতে গেলে বিরোধী প্রার্থীকে বেধরক মারধোর করা হয়েছে, আবার কোথাও মনোনয়ন জমা দেওয়ার পর তাকে তা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা। নির্বাচনের আগে রাজ্যের এক ভয়াবহ উলঙ্গ রাজনৈতিক চিত্র প্রকট হয়ে উঠেছে। ভোটের টিকিট পাওয়া নিয়ে কোন্দল চলছে শাসক দলের অন্দরেও। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে শাসন, দিনহাটা সহ বিভিন্ন জায়গায় খুন হচ্ছে শাসক দলের কর্মীরাই।

নির্বাচনী নৈরাজ্যের প্রতিবাদে আগামিকাল বন্ধ ডেকেছে সিপিআইএম। এবিষয়ে কটাক্ষ করে সিপিআইএম-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, ‘‘মানুষ সব দেখছেন, রাজ্যে কী ঘটছে। মানুষ প্রতিবাদে পথে নামবেনই। উনি আটকাতে পারবেন না। উনি আগে নিজের দলকে সামলান। একেকটি আসনে ওঁরই দলের একাধিক প্রার্থী। দলের এক পক্ষ আরেক পক্ষকে মারছে। উত্তর ২৪ পরগণা জেলার শাসনে তো নিজেরাই নিজেদের দু’জনকে মেরে ফেললো। নিজেদের অফিস নিজেরা ভাঙছে। উনি আগে এসব দিকে মন দিন।’’
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.