Header Ads

আসানসোলের উপদ্রুত এলাকার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে এলেন জাতীয় মানবাধিকার কমিশনের পাঁচ সদস্যের দল৷

নিজস্ব প্রতিনিধি, আসানসোলঃ রামনবমীর মিছিল কে কেন্দ্র করে আসানসোল শিল্পাঞ্চলে যে অশান্তির বাতাবরণ তৈরী হয়েছিল,তাতে উপদ্রুত এলাকার জনমানসে যে ক্ষয় ক্ষতি সাধিত হয়,তার পূর্ণাঙ্গ সরজমিনে এলেন জাতীয় মানবাধিকার কমিশনের পাঁচ সদস্যের দল৷

যার নেতৃত্ত্বে ছিলেন সমুদ্দা দ্বিবেদী(আই পি এস)৷এই পাঁচ সদস্যের দল উপদ্রুত এলাকা আগামী পাঁচ দিন ধরে ঘুরে দেখে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলবেন৷যার ভিত্তিতে রিপোর্ট তৈরী করা হবে৷তবে মঙ্গলবার তারা আসানসোলের রেলপার, চাঁদমারি,আর কে ডাঙাল ও শ্রীনগর মোড় সংলগ্ন এলাকা ঘুরে দেখেন৷নুরানি মসজিদের ইমামের সাথেও কথা বলবেন বলে জানা গেছে৷আসানসোলের পর তারা রানিগঞ্জ অঞ্চলেরও ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখবেন বলে জানা গেছে৷



Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.