আসানসোলের উপদ্রুত এলাকার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে এলেন জাতীয় মানবাধিকার কমিশনের পাঁচ সদস্যের দল৷
যার নেতৃত্ত্বে ছিলেন সমুদ্দা দ্বিবেদী(আই পি এস)৷এই পাঁচ সদস্যের দল উপদ্রুত এলাকা আগামী পাঁচ দিন ধরে ঘুরে দেখে ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলবেন৷যার ভিত্তিতে রিপোর্ট তৈরী করা হবে৷তবে মঙ্গলবার তারা আসানসোলের রেলপার, চাঁদমারি,আর কে ডাঙাল ও শ্রীনগর মোড় সংলগ্ন এলাকা ঘুরে দেখেন৷নুরানি মসজিদের ইমামের সাথেও কথা বলবেন বলে জানা গেছে৷আসানসোলের পর তারা রানিগঞ্জ অঞ্চলেরও ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখবেন বলে জানা গেছে৷
Loading...
কোন মন্তব্য নেই