Header Ads

পঞ্চায়েত ভোটের মুখে বিজেপি সরকার বন্ধ করে দিল বার্ন স্ট্যান্ডার্ড! কর্মহীন অসংখ্য শ্রমিক।

নজরবন্দি আসানসোলঃ রাজ্যের শতাব্দীপ্রাচীন রাষ্ট্রায়ত্ত্ব সংস্হা বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আর এই কোম্পানি বন্ধের ঘোষণায় ক্ষুব্ধ সব রাজনৈতিক দল। গতকাল কেন্দ্রীয় সরকার বার্ণ স্ট্যানর্ডাড কারখানাকে অবশেষে বন্ধের ঘোষনা করেন।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিজেপি ব্যাতিত বিভিন্ন রাজনৈতিক দল। কারখানার শ্রমিক স্বার্থের সাথে জড়িত রাজনৈতিক নেতাদের বক্তব্য "কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত বেদনাদায়ক ৷এখানে কর্মরত ৫০৮ জন শ্রমিক বেরোজগার হয়ে গেলেন। আসানসোল শিল্পাঞ্চলে আরেকটা কারখানা বন্ধ হয়ে যাওয়াতে শহরের ঐতিহ্য ম্লান হয়ে গেল। শুধু রাজনৈতিক কারণে বার্ণ স্ট্যানর্ডাডের মতো কারখানা বন্ধ হয়ে গেল৷রাজ্যের সাংসদদের উচিত কারখানাকে বিক্রীর প্রক্রিয়া তরান্বিত করার জন্য সংসদে বিক্ষোভ দেখানো।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.