২০২১ সাল পর্যন্ত বিসিসিআই-এর মিডিয়া সত্ত্বের মালিক স্টার স্পোর্টস ইন্ডিয়া।
নজরবন্দি ব্যুরোঃ রেকর্ড পরিমাণ টাকা দিয়ে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত বিসিসিআই-এর মিডিয়া সত্ত্ব কিনে নিলেন স্টার স্পোর্টস ইন্ডিয়া। টাকার পরিমাণ
৬১৩৮.১ কোটি। সত্ত্ব কেনার লড়ায়ে ছিল সোনি ও রিলায়েন্স জিও। নিলামে জেতার পর ভারতীয় ক্রিকেট সম্প্রচারে একচ্ছত্র আধিপত্য কায়েম করল স্টার স্পোর্টস। কারণ বর্তমানে আইপিএসের সম্প্রচার সত্ত্বও তাদেরই হাতে। ১৩,৩৪৭ কোটি টাকায় কিনেছিল স্টার স্পোর্টস।
এবার ২০২১ সাল পর্যন্ত বিসিসিআই আয়োজিত সমস্ত আন্তর্জাতিক ম্যাচ দেখা যাবে অনলাইন ও মোবাইলে হটস্টারে।
৬১৩৮.১ কোটি। সত্ত্ব কেনার লড়ায়ে ছিল সোনি ও রিলায়েন্স জিও। নিলামে জেতার পর ভারতীয় ক্রিকেট সম্প্রচারে একচ্ছত্র আধিপত্য কায়েম করল স্টার স্পোর্টস। কারণ বর্তমানে আইপিএসের সম্প্রচার সত্ত্বও তাদেরই হাতে। ১৩,৩৪৭ কোটি টাকায় কিনেছিল স্টার স্পোর্টস।
এবার ২০২১ সাল পর্যন্ত বিসিসিআই আয়োজিত সমস্ত আন্তর্জাতিক ম্যাচ দেখা যাবে অনলাইন ও মোবাইলে হটস্টারে।
No comments