৫ বছরের কারাবাস! জেলে যাচ্ছেন সলমন।
নজরবন্দি ব্যুরোঃ কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় ৫ বছরের কারাদণ্ড হল সলমন খানের। ওয়াল্ডলাইফ অ্যাক্টের সেকশন ৫১ ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করে যোধপুর আদালত। তারপরেই পাঁচ বছরের শাস্তি ঘোষণা হল তাঁর।
১৯৯৮ সালে একটি হিন্দি ছবির শুটিং চলাকালীন রাজস্থানে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সলমন খান, সইফ আলি খান, টাব্বু, নীলম, সোনালি বেন্দ্রে, দুশন্ত সিং-এর বিরুদ্ধে। সেইসময় সলমন খানকে একবার গ্রেপ্তারও করা হয়। আজ বাকিরা বেকসুর খালাস পেলেও দোষী সাব্যস্ত হন সলমন। আজ তাঁকে যোধপুর জেলে নিয়ে যাওয়া হবে।
১৯৯৮ সালে একটি হিন্দি ছবির শুটিং চলাকালীন রাজস্থানে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সলমন খান, সইফ আলি খান, টাব্বু, নীলম, সোনালি বেন্দ্রে, দুশন্ত সিং-এর বিরুদ্ধে। সেইসময় সলমন খানকে একবার গ্রেপ্তারও করা হয়। আজ বাকিরা বেকসুর খালাস পেলেও দোষী সাব্যস্ত হন সলমন। আজ তাঁকে যোধপুর জেলে নিয়ে যাওয়া হবে।
No comments