Header Ads

মমতা কে বেনজির আক্রমণ বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের! সমালোচনের ঝড় রাজনৈতিক মহলে।


নজরবন্দি ব্যুরোঃ  ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপির জেতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মাত্র ২৫ লক্ষ জনসংখ্যার একটি রাজ্যের জনগণকে ভোট মেশিনারি দিয়ে জিতে বিজেপির আনন্দ করার কিছু নেই।
আর তারই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করে বসলেন ত্রিপুরার
মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি সংবাদসংস্থা এএনআইকে  এক সাক্ষাৎকারে বলেন "মমতা দিদির মাথা খারাপ হয়ে গিয়েছে। হাসপাতালে গিয়ে মাথা পরীক্ষা করান"। তিনি আরও বলেছেন, "তৃণমূল সুপ্রিমোর উচিত মানসিক শান্তির জন্য মন্দিরে যাওয়া"।  প্রসঙ্গত এর আগেও উত্তরপ্রদেশের বিজেপি নেতা সুরেন্দ্র সিং মমতাকে সুর্পনখা বলে সম্বোধন করেন। এবার আর এক বিজেপি মুখ্যমন্ত্রী ওই একই পথে হাঁটলেন।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.