চাকরিহীনদের জন্য 'বিশেষ' পরামর্শ বিপ্লব দেবের। চরম অস্বস্তিতে বিজেপি শিবির!
নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই ত্রিপুরায় সরকার
গঠন করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হয়েছেন বিপ্লব কুমার দেব। এরপর থেকেই রাজ্যের
বিভিন্ন অনুষ্ঠানে, আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে একের পর এক 'লাগামছাড়া'
মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছেন এই নতুন মুখ্যমন্ত্রী। এবার রাজ্যের চাকরি
হীন যুবকদের সমস্যার মতো একটি সংবেদনশীল সমস্যাকে নিয়ে 'আলটপকা' মন্তব্য করে চরম
বেকায়দায় ফেললেন নিজের দলকেই।
শনিবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়
রাজ্যের বেকারদের সম্পর্কে তিনি বলেন, "সরকারি চাকরির জন্য অপেক্ষা না করে
চাকরি প্রার্থীরা তো পানের দোকান কিংবা পোলট্রি খামার খুললেই পারে।"
এক্ষেত্রে তিনি বলেন, "প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা থেকে আর্থিক সাহায্য নিলেই
তো হয়।" তার এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় ওঠে। রাজের বেকার সমস্যার
সমাধানের ব্যাপারে কোনো ইতিবাচক পদক্ষেপ না নিয়ে পানের দোকান খোলার পরামর্শ
দিচ্ছেন। এটাই কি বিজেপি সরকারের দায়িত্বশীলতার পরিচয়? এই কারণেই কি সাধারণ মানুষ
ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছিল? প্রশ্ন তুলছেন ত্রিপুরাবাসী।
প্রসঙ্গত, এর আগেও একাধিক বেলাগাম মন্তব্য করে
বিজেপিকে সমস্যায় ফেলেছেন বিপ্লব দেব। কখনো বলেছেন মহাভারতের যুগে ইন্টারনেট
ব্যবহৃত হট, আবার কখনো বলেছেন সিভিল ইঞ্জিনিয়াররা সিভিল সার্ভিস পরীক্ষায় বসুক। এই
সমস্ত কিছুকে ছাড়িয়ে গেল এবারের মন্তব্য। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই অসংবেদনশীল,
দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ক্ষুব্ধ করেছে রাজ্যবাসীকে। ফলে চরম বিপাকে বিজেপি শিবির।
Loading...
কোন মন্তব্য নেই