Header Ads

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। #BigBreaking

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার সকালে কমিশনের আচমকা ঘোষণার পর বিরোধীরা প্রবল সমালোচনা জুড়ে দিয়েছে রাজ্য জুড়ে৷ বামেরা নির্বাচন কমিশনের কুশপুতুল পুড়িয়েছে, বিক্ষোভ করেছে নির্বাচন কমিশন দফতরের বাইরে। অন্যদিকে কমিশনের বিজ্ঞপ্তি প্রত্যাহারের ঘটনায় বিজেপি হাইকোর্টে মামলা করে। তাঁদের অভিযোগ রাজনৈতিক চাপে ভয় পেয়ে রাজ্য নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত এপ্রিলের ৯ তারিখ পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল৷ কিন্তু সোমবার রাতে রাজ্য নির্বাচন কমিশন তড়িঘড়ি সিদ্ধান্ত নেয়, মনোনয়নের সময়সীমা একদিন বাড়ানো হবে৷ অর্থাৎ,

মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ৩টে পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা৷ কিন্তু আজ মঙ্গলবার সকালে আইনি জটিলতা বাড়তে পারে এই কারণ দেখিয়ে মনোনয়ন নেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়৷ বিজেপির আবেদন মঞ্জুর হল হাইকোর্টে, নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকার উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.