যুবকের মৃত্যু! বঁটিতে শান দিচ্ছেন গ্রামবাসীরা।বিস্ফোরক কেষ্ট
নজরবন্দি ব্যুরো: এলোপাথাড়ি গুলি বোমা,গুলিবিদ্ধ হয়ে রাস্তার উপর পড় আছে এক যুবকের নিথর দেহ। এখানেই শেষ নয়, এর পর বিরোধীদের তুলে নিয়ে গিয়ে মারধর, সংঘর্ষ, প্রাণ বাঁচাতে এলাকা থেকে পালিয়ে যাচ্ছে গ্রামের সাধারণ মানুষ।
সোমবার বর্ধিত মনোনয়নের দিন কেষ্টর এলাকার এটাই চিত্র।
আর সকাল-থেকে এই সব ঘটনার ফলে আবার প্রশ্ন উঠতে শুরু করল প্রশাসনের নিরপেক্ষতা নিয়।
তৃণমূলের এই নেতার জেলায় এই সব কাণ্ড কে দারুণ ভাবে ব্যাখ্যা দিলেন তিনি নিজেই । তাঁর কথাতে, বীরভূমে মারামারির কোনও ঘটনাই ঘটেনি। এর পর সাংবাদিকরা প্রশ্ন করেন, তাহলে অস্ত্র হাতে কেন টহলদারি? এর পর তিনি বলেন, “ গ্রামের মানুষদের প্রত্যেকের বঁটি ও কাটারি আছে। এই সব গ্রামে শান দেবার ব্যবস্থা নেই। তাই সেইগুলো শান দিতে গ্রামের মানুষ বাইকে চড়ে বেরিয়েছেন রাস্তায়”।
সোমবার বর্ধিত মনোনয়নের দিন কেষ্টর এলাকার এটাই চিত্র।
আর সকাল-থেকে এই সব ঘটনার ফলে আবার প্রশ্ন উঠতে শুরু করল প্রশাসনের নিরপেক্ষতা নিয়।
তৃণমূলের এই নেতার জেলায় এই সব কাণ্ড কে দারুণ ভাবে ব্যাখ্যা দিলেন তিনি নিজেই । তাঁর কথাতে, বীরভূমে মারামারির কোনও ঘটনাই ঘটেনি। এর পর সাংবাদিকরা প্রশ্ন করেন, তাহলে অস্ত্র হাতে কেন টহলদারি? এর পর তিনি বলেন, “ গ্রামের মানুষদের প্রত্যেকের বঁটি ও কাটারি আছে। এই সব গ্রামে শান দেবার ব্যবস্থা নেই। তাই সেইগুলো শান দিতে গ্রামের মানুষ বাইকে চড়ে বেরিয়েছেন রাস্তায়”।
Loading...
কোন মন্তব্য নেই