Header Ads

মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হল এক সব্জি ব্যবসায়ীর৷


রবীন প্রামানিক, আসানসোলঃ ঘটনাটি আসানসোল বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে ঘটে৷ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক সব্জি ব্যবসায়ীর৷ পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম সদানন্দ সাধু।

তার বাড়ি কুলটি আলডি গ্রামে। সকালে নিজের দোকানের জন্য আসানসোল বাজারে সব্জি নিতে এসেছিলেন সদানন্দ বাবু। বাজার এলাকায় কোন গাড়ি তাকে ধাক্কা মারে। পুলিশ গুরুতর আহত অবস্থায় সদানন্দ সাধুকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে   গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে৷

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.