২০১৯বিশ্বকাপ, ভারতের প্রথম খেলা ৫ই জুন।
নজরবন্দি ব্যুরোঃ কলকাতায় আইসিসি চিফ একজিকিউটিভ বৈঠকে সিদ্ধান্ত ২০১৯ বিশ্বকাপ এ কোহলি ব্রিগেড প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকা র সঙ্গে ৫ জুন। তার পর ১৬ ই জুনে পাকিস্তান এর সঙ্গে খেলবে ভারত।
বিসিসিআই-এর এক শীর্ষ কর্তা জানান, ২০১৯ সালের আইপিএল শুরু হবে ২৯ মার্চ। চলবে ১৯ মে পর্যন্ত। এদিকে বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। চলবে ১৪ জুলাই পর্যন্ত। প্রথমে ঠিক হয়েছিল, ভারতের প্রথম খেলা ২ জুন।
যেহেতু লোঢা কমিটি র সুপারিশ অনুসারে আইপিল ফাইনাল এবং আন্তর্জাতিক সুচির মধ্যে ১৫ দিনের ফারাক থাকা আবশ্যক তাই ৩ দিন ভারতে ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে।
তবে, আগামী বিশ্বকাপের ফর্ম্যাট পরিবর্তন করেছে আইসিসি। ১৯৯২ সালের মতো এবারও রাউন্ড রবিন পদ্ধতিতে প্রথম রাউন্ড খেলা হবে। অর্থাৎ, সব দল প্রত্যেকের বিরুদ্ধে একবার খেলবে। তাই, ভারত-পাক ম্যাচ দিয়ে শুরু হচ্ছে না।
এছাড়াও ভারতের ক্রীড়াসূচি পরিবর্তন করা হয়। আন্তর্জাতিক খেলার দিন সংখ্যা ৯২ দিন কমিয়ে ৩০৯ দিন করার সিদ্ধান্ত নেওয়া হয় আজকের বৈঠকে।
Loading...
কোন মন্তব্য নেই