Header Ads

নির্বাচনের আগেই হবু শিক্ষকদের সমস্যা মেটাতে কি উদ্যোগ নিলেন চেয়ারম্যান? পড়ুন EXCLUSIVE

নজরবন্দী ব্যুরো: আপারে বড় সাফল্য চাকরী প্রার্থীদের। আজ নিয়োগ ও মেরিট লিস্ট কবে দেবে সরকার সেই বিষয় নিয়ে আলোচনা ছিল চেয়ারম্যানের সাথে চাকরী প্রার্থীদের।
চেয়ারম্যান হবু শিক্ষকদের একাধিক আশার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন চাকরী প্রার্থীদের প্রতিনিধি। তার মধ্যে অন্যতম টেট পাশ সার্টিফিকেট প্রদান।

জানা গিয়েছে, ২০১৫ সালে যে সমস্ত চাকরী প্রার্থীরা আপার প্রাইমারিতে টেট পাশ করেছেন, তাঁদের এবার টেট পাস সার্টিফিকেট প্রদান করবে কমিশন বা সরকার।আগামী ৯ কিংবা ১০ই এপ্রিল প্রতিটি চাকরী প্রার্থীদের নিজ রিজিওনাল অফিস থেকে এই সার্টিফিকেট দেবে কমিশন।আপারে বড় সাফল্য চাকরী প্রার্থীদের! সুখবর শোনালেন চেয়ারম্যান।

সূত্রের খবর, আর এই সার্টিফিকেটের মেয়াদ হতে চলেছে ৪০ বছর বয়স পর্যন্ত। কিন্তু কমিশন এখনও কোথাও কবে নিয়োগ করা হবে সেই নিয়ে কোন লিখিত প্রতিশ্রুতি দেননি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.