Header Ads

দরকার নেই কেন্দ্রীয় সাহায্যের, সামলে নেবে রাজ্য প্রশাসন। দিল্লীকে কড়া জবাব নবান্নের। Exclusive

নজরবন্দি ব্যুরোঃ রামনবমী ঘিরে হিংসার ঘটনায় পশ্চিমবঙ্গ সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। উল্লেখ্য সোমবার রামনবমীর শোভাযাত্রা চলাকালীন হিংসা ছড়ায় রানিগঞ্জে। অসমর্থিত সূত্রের খবর সংঘর্ষে মৃত্যু হয় একধিক মানুষের।

দুস্কৃতিদের ছোড়া বোমার আঘাতে একটি হাত উড়ে যায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অফ পুলিশ(সদর) অরিন্দম দত্ত চৌধুরির। সেই হাত আদেও ঠিক হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়! পাশাপাশি একই দিনে ভাঙচুর ও লুটপাট চালানো হয় বেশ কিছু বাড়ি ও দোকানে।

করা হয় অগ্নিসংযোগ। ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।জারি হয়েছে ১৪৪ ধারা। আধাসেনা বাহিনী দিয়ে সহায়তার প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। আর আজ নবান্ন কেন্দ্রকে জানিয়ে দিল কেন্দ্রের সাহাজ্যের দরকার নেই। রাজ্য এই হিংসা সামলে নেবে। অন্যদিকে সাংসদ বাবুল সুপ্রিয় অভিযোগ করেন হিংসা ছড়ানোর জন্য দায়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তোষণের রাজনীতি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে রাজ্য সরকার। রানিগঞ্জে এসে তিনি বর্তমান পরিস্থিতি দেখে যাওয়ার জন্যে অনুরোধ করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিকে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.