Header Ads

নবম ও দশমের শিক্ষক নিয়োগের নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হবে ? পড়ুন EXCLUSIVE

নজরবন্দি ব্যুরো: প্রায় দেড় বছর পরে গত কাল সোমবার প্রকাশিত হয়েছে ক্লাস নবম ও দশমের শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা।নবম ও দশম শ্রেণিতে ফাঁকা হয়ে ছিল প্রায় ১৩ হাজার শিক্ষকের পদ। আর সেই পদ গুলি পূরণের জন্য নেওয়া হয়ে ছিল পরীক্ষা।
কমিশনের দেওয়া হিসাব অনুসারে এই পরীক্ষাতে বসে ছিলনে প্রায় ১ লক্ষ ৪৩ হাজার পরীক্ষার্থীরা। এই পরীক্ষা নেওয়া হয়ে ছিল ২০১৬ সালে।নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা হয় ২০১৭ সালে। তবে এই নিয়োগ নিয়ে কম জটিলতা হয় নি।

একটি মামলার পরিপ্রেক্ষিতে এস এস সির ফল প্রকাশের উপর নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাই-কোর্ট। আদালত জানিয়ে দেয় ৩১ ডিসেম্বর পর্যন্ত এই পরীক্ষার ফল ঘোষণা করা যাবে না।পরে সেই স্থগিতাদেশ জারি রাখে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। সেই মামলাটি মিটে যাওয়ায় ফল প্রকাশ করে রাজ্য সরকার।

তবে সফল চাকরী প্রার্থীদের কবে কোথায় ডাকা হবে তা এখনও জানানো হয়নি। বিশেষ সূত্রের খবর, ১৯ এপ্রিলের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারে। তবে সামনেই পঞ্চায়েত নির্বাচন বাধা হয়ে দাঁড়াবে কিনা সেই বিষয়ে মুখ খুলতে নারাজ কমিশনের কর্তারা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.