Header Ads

এডমিট কার্ড বাবদ স্কুল চাইল ৩৫০টাকা৷ না দিতে পারায় মাধ্যমিক দেওয়া হোলো না ছয় জনের৷ লজ্জা...

রবিন প্রামাণিক, আসানসোলঃ— বাবা অন্যের ভ্যান চালায়, অভাবের সংসার। অন্যদিকে স্কুল এডমিট কার্ড দেওয়ার বদলে চাইল ৩৫০টাকা৷ না দিতে পারায় মাধ্যমিক দেওয়া হোলো না ছয় জনের৷ ঘটনাটি রাণীগঞ্জ এলাকার আঞ্জুমান উর্দু গার্লস হাই স্কুলের৷ স্কুলে সময় মত চলে এসেছে এডমিট কার্ড । শিক্ষিকা দের দাবি মত " Admit card fees ?" বাবদ ৩৫০ টাকা না দিতে পারায় ৬ জন ছাত্রী কে দেওয়া হয় নি এডমিট কার্ড ।


স্বাভাবিক কারনেই স্কুলের টেস্ট পরীক্ষায় ভাল ফল করেও মাধ্যমিকে বসতে পারল না ৬ জন। এডমিট কার্ড দেবার দিন ওই ৬জন কে স্কুলে দেখা যায় নি। তাই তাদের এডমিট কার্ড দেওয়া হয় নি। স্কুলের পক্ষ থেকেও ওদের সাথে কোন যোগাযোগ করা হয় নি। টাকা চাওয়ার কথা অস্বীকার করে জানালেন প্রধান শিক্ষিকা!!

এক ছাত্রীর দাবি ৮তারিখ এডমিট কার্ড আনতে গেলে তাকে জানানো হয় যে ৩৫০ টাকা না দিলে admit দেওয়া যাবে না। বাবা অন্যের ভ্যান রিকশা চালায় । অভাবের সংসারে ওই টাকা দেওয়া সম্ভব নয়। তাই তাকে এডমিট কার্ড দেওয়া হয় নি।

https://youtu.be/otyt6SHzOv8



নজরবন্দির পক্ষ থেকে মাননীয়া মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে বিনিত আবেদন অনুগ্রহ করে অবিলম্বে কিছু করুন...।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.