Header Ads

ছেলে হারিয়েছি, তবু বলছি এলাকায় শান্তি ফিরুক, বললেন রামনবমীতে সন্তান হারানো ইমাম!

নজরবন্দি ব্যুরোঃ রামনবমী হয়ে গেছে প্রায় সপ্তাহ অতিক্রান্ত হতে চললো। কিন্তু এখনো শান্ত হল না আসানসোল এলাকা। জারি রয়েছে ১৪৪ ধারা। ধর্মীয় হানাহানির জেরে বাবা হারিয়েছেন তার সন্তানকে। গোটা ঘটনায় অভিযোগের আঙুল বিজেপির দিকে।
রামনবমীর দিন নুরানি মসজিদের ইমামের ছেলেকে খুন করা হয় বলে অভিযোগ। ছেলে হারানো ইমাম গোটা ঘটনায় দায়ী করেছেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় এবং তাঁর দল বিজেপিকে। ওইদিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, তার ছোট ছেলে মসজিদের ভেতর ছিল। সেখান থেকে তাকে টেনে বের করে এনে মারধোর শুরু করা হয়। এরপর তার বড় ছেলে এসে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে কোনো ব্যবস্থাই নেয়নি পুলিশ। উল্টে তাকে মাঝরাত পর্যন্ত আটকে রাখে বলে অভিযোগ।



তবে তার আবেদন, ছেলে হারিয়েছেন তিনি। তবুও তিনি বলবেন, এই শহর শান্তিতে থাকুক। ধর্ম আগেও ছিল, পরেও থাকবে। কিন্তু তাকে যদি ভালবাসেন এলাকার মানুষ তবে যেন শান্তি বজায় রাখেন। প্রসঙ্গত, আগামি ৪ এপ্রিল পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে সম্পূর্ণ এলাকার। সেই সাথে কোনো রকম অশান্তি বা প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে প্রশাসনের তরফে।
https://youtu.be/YzfU91_EUqQ
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.