Header Ads

পশ্চিমবঙ্গে ক্রমশ কমছে বেকারত্বের হার! মুখ্যমন্ত্রীর দাবিকে মান্যতা দিল কেন্দ্র।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়শই দাবী করেন তাঁর সরকারের আমলে কর্মসংস্কৃতি বেড়েছে রাজ্যে, কমেছে বেকারত্ব। কিন্তু স্কুল সার্ভিস, টেট ইত্যাদিতে নিয়োগ নিয়ে বিতর্কও রয়েছে বিস্তর।

আর এর মাঝখানেই যেন মুখ্যমন্ত্রীর দাবিকে মান্যতা দিতে বাধ্য হল যুযুধান প্রতিপক্ষ কেন্দ্রের বিজেপি সরকার! লোকসভায় কেন্দ্রের শ্রমমন্ত্রী যে তথ্য প্রকাশ করেছেন সেই তথ্য মান্যতা দিল মমতা বন্দোপাধ্যায়ের দাবীকে! শ্রমমন্ত্রকের তথ্য অনুযায়ী গত তিন বছরে দফায় দফায় কমেছে রাজ্যের বেকারত্বের হার!

কেন্দ্রের তথ্য বলছে, ২০১২-১৩ সালে এরাজ্যে বেকারত্বের হার ছিল ৫.৯% যা ২০১৩-১৪ সালে কমে দাঁড়িয়েছিল ৪.২% তে! আবার ২০১৫-১৬তে তা কমে হয়েছে ৩.৬%!
শিক্ষক পদপ্রার্থীদের দাবী মাননীয়া মুখ্যমন্ত্রী যদি তাঁদের প্রতি একটু সদয় হন তাহলে কমবে আরও বেকারত্বের হার! পাশাপাশি অন্নসংস্থান হবে অনেকগুলো পরিবারের!
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.