Header Ads

ওয়েব পোর্টাল কে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী। অকৃত্তিম ধন্যবাদ সহ কিছু আবেদনরাখলাম...


অর্ক সানা, সম্পাদক(নজরবন্দি): সাংবাদিকদের পেনশন প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। সাধুবাদ এবং আন্তরিক ধন্যবাদ মাননীয়া মুখ্যমন্ত্রীকে। টিভি, ইলেক্ট্রনিক মিডিয়া, খবরের কাগজের পাশাপাশি এই সুবিধা পাবেন ওয়েবপোর্টালের সাংবাদিকরাও।

সরকারি প্রেস কার্ড নেই এমন সাংবাদিক-রাও পাবেন এই সুবিধা, সেক্ষেত্রে ৬০ বছর বয়সের পর নথিভুক্ত মিডিয়ায় ১৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাক্রিডিটেশন অর্থাৎ সরকারী প্রেস কার্ড থাকা সাংবাদিকদের টানা ১০ বছর নির্দিষ্ট হাউসে কাজ করতে হবে।
মাননীয়া মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কয়েকটি আবেদন রাখছি।

১) অ্যাক্রিডিটেশন অর্থাৎ সরকারী প্রেস কার্ড পাওয়ার ক্ষেত্রে নিয়ম মেনে চলুক নির্দিষ্ট দফতর। প্রভাবশালী তত্ব মুছে যাক। আপনার রাজ্যে অন্তত সব সাংবাদিকের সমান অধিকার প্রতিষ্ঠা হোক।
২) যে ওয়েব পোর্টাল গুলি নিয়মিত খবর পরিবেশন করে তাঁদের তথ্যদফতরে নথিভুক্ত করা হোক।
৩) ওয়েব পোর্টাল কে সংবাদমাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়া হোক সরকারি ভাবে। উপযুক্ত ফ্রম ফিলাপের মাধ্যমে সরকারের স্বীকৃতি পাক ওয়েব পোর্টালগুলি।
৪) প্রতিদিন ন্যুনতম নির্দিষ্ট পাঠকের ভিত্তিতে ওয়েব পোর্টাল গুলিকে সরকারি বিজ্ঞাপন দেওয়া হোক।


৫) ২৫০০ টাকায় এই যুগে সংসার চালানো শুধু কঠিন নয়, কার্যত অসম্ভব। এই টাকার পরিমান যদি কিছুটা বাড়ানো যায় মাননীয়া মুখ্যমন্ত্রী পুনরায় বিবেচনা করুন।
৬) বিভিন্ন নির্বাচনের সময় নিজের নিজের দ্বায়িত্ব পালনের জন্যে সবসময় নিজের বুথে গিয়ে ভোট দিতে পারেন না। সাংবাদিকরাই যদি ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন সেক্ষেত্রে তাঁরা জনগনের আওয়াজ কিভাবে তুলে ধরবেন তাই সাংবাদিক দের পোস্টাল ব্যালটের আওতায় আনা হোক।

রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার আবেদন অনুগ্রহ করে অনুরোধ গুলি সরজমিনে খতিয়ে দেখে যদি উপযুক্ত ব্যাবস্থা নেন তাহলে খুব উপকৃত হই।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.