Header Ads

অস্থায়ী চুক্তিবদ্ধ শ্রমিকদের পুনর্বহাল ও বেতন বৃদ্ধির দাবিতে আসানসোলের কে এন ইউ তে বিক্ষোভ৷

নজরবন্দি,আসানসোলঃ দীর্ঘ ২৯দিন ধরে রিলে অনশন ও অবস্থান বিক্ষোভে রয়েছে কে এন ইউ এর ছয়জন অস্থায়ী সাফাই কর্মী৷তাদের দাবি অবিলম্বে চুক্তি পুনরনবিকরনের মাধ্যমে ওই অস্থায়ী কর্মীদের কাজ ফিরিয়ে দিতে হবে এবং তাদের নূন্যতম বেতন বৃদ্ধি ঘটাতে হবে৷
কিন্তু এ কথায় কর্ণপাত না করে বিশ্ববিদ্যালয় পুরসভার সহযোগীতায় সাফাই কাজ চালাতে থাকলে ওই ছয় সাফাই কর্মী প্রতিবাদ স্বরূপ বিনা পারিশ্রমিকে কাজ করতে শুরু করে৷কিন্তু এতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধা প্রদান করায় তারা বিশ্ববিদ্যালয়ের গেটে মঞ্চ করে রিলে অনশন ও অবস্থান বিক্ষোভ শুরু করে৷ শেষে রিলে অনশনের ২৯দিনের মথায় তৃণমূলের ঠিকা শ্রমিক চুক্তিবদ্ধ কর্মচারী ও দলিত সংহতি মঞ্চের ছাতার তলায় প্রায় হাজারের অধিক মানুষের সমাবেশে কে এন ইউ এর গেটে বুধবার

সকালে এক অভিনব বিক্ষোভ আছড়ে পড়ে৷থালা বাটি বাজিয়ে ওই অস্থায়ী শ্রমিকদের দাবিকে সমর্থন জানিয়ে সমবেত হয় দলিত ও সংখ্যালঘু গণ-মঞ্চ,ও বাউরি সমাজ উন্নয়ন সমিতি৷এদিকে এই অবস্থান বিক্ষোভ সমাবেশ চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কলকাতার উদ্দেশ্যে রওনা হন বলে খবর৷পাশাপাশি এদিনের বিশ্ববিদ্যালয়ের কার্যকরী কমিটির বৈঠকে চুক্তিবদ্ধ শ্রমিকদের সম্পর্কে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করেন অভিজিৎ ঘটক৷তবে অবস্থান বিক্ষোভের কারণে NH2সংলগ্ন কাল্লা-দোমোহানি রোডে

ঘন্টা খানেকের জন্যে তীব্র যানজটের সৃষ্টি হয়৷ বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ের কার্যকরী সমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়,আগামী বৃহস্পতিবার সকাল থেকে অস্থায়ী ছয় সাফাই কর্মী তাদের কাজে পুনর্বহাল হয়ে কাজ শুরু করবে৷পাশাপাশি তাদের বেতন নূন্যতম ওয়েজেস অনুযায়ী করা হবে৷
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.