Header Ads

ভোটের আগে রাজ্য সরকারের বড় সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষা মন্ত্রী।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে পঞ্চায়েত ভোটের ঢাকে কাঠি পরে গিয়েছে। ঠিক তার আগে রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী
পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যে চালু হয়ে গেল ই-পেনশন ব্যবস্থা। কার্যকর হবে ২ এপ্রিল থেকে।এই ব্যবস্থায় সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের অধ্যাপক ও অশিক্ষক কর্মীরা পেনশন পাবেন। সম্প্রতি উচ্চ শিক্ষা সংসদের বৈঠকে ই-পেনশন চালুর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্থ বাবু জানান “মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এই ই-পেনশন ব্যবস্থা তড়িঘড়ি শুরু করার উদ্যোগ নিয়েছিলাম।

সেইমতো চালু করা হচ্ছে এই ব্যবস্থা। ২ এপ্রিল থেকে অনলাইনে পেনশনের যাবতীয় সুবিধা পাবেন শিক্ষক-অশিক্ষক কর্মচারীরা”। তিনি আরও বলেন “এতদিন শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের অবসরের পর পেনশন পেতে অযথা বিলম্ব হত। সেই সমস্যা দূর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি এই পেনশন ব্যবস্থা অনলাইন করার পরামর্শ দেন এবং বাস্তবায়নের নির্দেশ দেন। সেইমতোই কাজ হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই ই-পেনশন ব্যবস্থা উদ্বোধন করা হয়েছে। ২ এপ্রিল থেকেই অনলাইন ব্যবস্থা চালু হয়ে যাবে। কার্যকর হবে ই-পেনশন। পার্থবাবু জানান,

'আমাদের সরকার বাংলার মানুষের সরকার। সরকারি কর্মচারী থেকে শুরু করে, শিক্ষক-অশিক্ষক কর্মচারীদের যাবতীয় পরিষেবা সহজলভ্য করতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতোই ই-পেনশন ব্যবস্থা চালু হল”।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.