Header Ads

জমিহারাদের ক্ষতিপূরনের দাবীতে বিক্ষোভ। ব্যাহত উৎপাদন, শ্রমমন্ত্রী কে চিঠি।

নজরবন্দি ব্যুরো, আসানসোলঃ বারাবনি থানার অন্তর্গত ভানোড়াতে ইসিএল কর্তৃপক্ষ ওসিপি চালু করেছেন । কোলিয়ারী চালু করার জন্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকার জমি মালিকদের কাছ থেকে জমি অধিগ্রহন করে। মাজিয়ারা মৌজার অধিকাংশ জমি বিনা নোটিশে ইসিএল কর্তৃপক্ষ জমি দখল করে নেয়।

মৌখিক ভাবে কর্তৃপক্ষ জানিয়ে ছিল বৃহত্তর স্বার্থে জমি অধিগ্রহন করা হচ্ছে এবং তার বিনিময়ে জমির মালিকদের ক্ষতিপুরন দেওয়া হবে,কিন্তু প্রায় কয়েক মাস পেরিয়ে গেলেও কোন রকম ক্ষতিপুরন না পাওয়াতে কর্তৃপক্ষর সাথে দেখা করলে জমিহারাদের ঠীকাদারের অধীনে কাজে যোগদান করতে বলা হয়।

তার কয়েক মাস পর ঠীকাদার সংস্থা তাদের কাজ থেকে বসিয়ে দেয়।
ক্ষতিপুরন এবং চাকুরির দাবীতে আজ সকাল থেকে ভানোড়া ওসিপি তে উৎপাদন বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকে গ্রাম বাসীরা। ঘটনাস্থলে পুলিশ পৌছায়। গ্রাম বাসীরা তাদের দাবী সম্বলিত কাগজ শ্রমমন্ত্রী মলয় ঘটক,বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়,আসানসোল পৌরনিগমের মেয়র জীতেন্দ্র তিওয়ারী,ইসিএল কর্তৃপক্ষ,বিএল আর ও,বারাবনি থানা,আসানসোল উত্তর থানাকে দিয়েছে বলে জানা গেছে।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.