Header Ads

সম্প্রীতির বাস্তব গল্প শোনাচ্ছেন ওসমান ভাই ও ধনা দা৷

নজরবন্দি,আসানসোলঃ এই মুহূর্তে ভাবতে অসুবিধা হলেও,শহর শিল্পাঞ্চল তথা আসানসোল-রানিগঞ্জের এটাই চীর বাস্তবতার চিত্র৷যদিও বিগত দু-চার দিন ধরে গোটা ভারতবর্ষ আসানসোল-রানিগঞ্জ কে অন্যভাবে চিনতে শুরু করেছে৷ভাবছে আসানসোল-রানিগঞ্জ মানেই বিধ্বস্ত ও আর্তনাদের ছবি!
অথচ এ শহরের বুকেই প্রতিদিনকার স্বাভাবিকতায় ওসমান ভাই ও ধনা দা একে অপরের হাত ধরে জীবন যুদ্ধের সমুদ্রে পাড়ি দিয়েছেন দীর্ঘ ষোলো বছর৷একেবারে সিনেমার মত চিত্রকল্প হলেও এটাই বাস্তব,এটাই নিত্যদিনের অঙ্গীকার এ শহরের৷ আসানসোলের হটনরোড-ইসমাইল মোড়ে ওসমান ভাইয়ের ফলের দোকান থুড়ি আমাদের প্রিয় ধনা দাদার চপের দোকান৷আসলে দোকান একটাই,শুধু সময়ের হিসাবে সেই দোকানই ফলের ঝুড়ি সরিয়ে বসে পড়ে চপ-তেলেভাজার ঝাঁজরি নিয়ে৷সকালে ওসমান ভাইয়ের ফলের দোকান থেকে ফল কিনেই হটনরোডের কালিবাড়িতে পুজো দিচ্ছেন ভক্তেরা৷ আবার বিকেল বা সন্ধ্যায় বাড়ি ফেরার পথে সেই দোকান থেকেই চপ-তেলে ভাজা,ফুলুরির বাহার নিতে হাজির হচ্ছেন সকলের প্রিয় ধনা'দার কাছে৷এটাই হটনরোড-ইসমাইল মোড়ের প্রতিদিনকার বাস্তব চিত্র৷দীর্ঘ ২৫বছরেরও বেশি সময় ধরে ওসমান ভাই ও প্রিয় ধনা দা এই অটুট বন্ধুত্বের বন্ধনে জড়িয়ে আছেন

৷আজ থেকে ষোলো বছর আগে বন্ধু ওসমান ভাইয়ের পুরানো বাসস্ট্যাণ্ডে থাকা ফলের দোকান ভাঙা পড়লে,ভেঙে পড়া মানুষটির কাঁধে হাত দিয়েছিলেন ধনপতি সেন৷বলেছিলেন চিন্তা কিসের?সকালে আমার চপের দোকান খোলা হয়না,তুই বস৷সেই শুরু৷ওসমান ভাইকে জীবন সাগরের পাড়িতে পরিবার নিয়ে আর পিছন ফিরে তাকাতে হয়নি৷ষষ্ঠী নগরের বাসিন্দা ওসমান ভাইয়ের পরিবারে দুই ছেলে ও মেয়ে নিয়ে পাঁচ সদস্য৷যার মধ্যে এক ছেলে ও মেয়ে একাদশ-দ্বাদশ শ্রেণিতে পড়ছে৷অন্যদিকে ধনা দা,ওরফে ধনপতি দার পরিবারে মোট চারজন সদস্য৷ছেলে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার,মেয়ে মৌসুমি স্থানীয় একটি স্কুলের প্যারা টিচার৷তবে ফল ও চপের দোকান থেকেই উভয় পরিবারের ভরণ-পোষণ চলে এসেছে৷না,ধনা'দার সাথে ওসমান ভাইয়ের কোনও অর্থের সম্পর্ক নেই৷যে সম্পর্কটা আছে,তা হল হৃদয়ের....মনুষ্যত্ত্বের৷ওসমান ভাই যেখানে খোলা মনে বলছেন কী দিতে পারি?প্রাণের বন্ধু ধনা কে?কখনো হয়তো বাড়ির ছেলে মেয়েদের হাতে অল্প-বিস্তর ফল তুলে দিয়েছি,ব্যাস!সেখানে ধনা'দা ওরফে ধনপতি সেন কে জিজ্ঞেস করলে সোজা উত্তর জীবন মানে কি শুধু আর্থিক বিচারে দেওয়া-নেওয়া,লাভ-ক্ষতির হিসেব?জীবন মানে কিছু ব্যক্তিগত অনুভূতিরও সমাহার৷যা সকলের জন্য নয়৷

হয়তো ঠিক;গোষ্ঠীবাজির কোন্দলে শ্বাসরোধী শহরে এই ব্যক্তিগত অনুভূতির চর্চাটাই আজ বড়বেশি জরুরি হয়ে পড়েছে৷যদিও শহরের প্রাণকেন্দ্রে বসে ওসমান ভাই ও ধনা'দা পরস্পরের হাত ধরে জীবনের গান গেয়ে চলেছেন প্রতিদিন৷
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.