Header Ads

বল বিকৃতিকাণ্ডের পর এখনও অধিনায়ক নিয়ে এখনো ধন্দে সানরাইজার্স । রুটকে নিতে পারে রাজস্থান।

নজরবন্দি ব্যুরোঃ বল বিকৃতিকাণ্ডে আইপিএল গভর্নিং কাউন্সিল স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে নিষিদ্ধ করায় রাজস্থান রয়্যালস ও

সানরাইজার্স হায়দরাবাদকে দল সাজানো নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। স্মিথ ও ওয়ার্ন যথাক্রমে রাজস্থান ও সানরাইজার্সের অধিনায়ক ছিলেন। কিন্তু সমস্যা হল দুই দলকে এমন খেলোয়াড় বেছে নিতে হবে, যাঁরা ওই দুইজনের জায়গা ভরাট করতে পারবেন। বল বিকৃতি কাণ্ডে জড়িয়ে যাওয়ার পর রাজস্থান ইতিমধ্যেই স্টিভ স্মিথের পরিবর্তে আজিঙ্কা রাহানেকে দলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে।

ইংল্যান্ড অধিনায়ক জো রুট এবার কোন দল পাননি তাই এখন রাজস্থান রয়্যালসে স্মিথের পরিবর্ত হিসেবে দৌড়ে এগিয়ে রুট। আইপিএলে প্লেয়ার রেগুলেশন অনুযায়ী, রাজস্থান রুটকে নেবে। তাঁর নাম নথিভুক্ত রয়েছে। তাঁর বেস প্রাইস দেড় কোটি টাকা। কিন্তু সানরাইজার্স কাকে অধিনায়ক করবে তা এখনও ঠিক করে উঠতে পারেনি। ওয়ার্না এর পরিবর্তে দলে কোনও খেলোয়াড়কে নেওয়া হবে, তাও


এখনও চূড়ান্ত সিদ্ধান্ত সানরাইজার্স নিতে পারেনি বলে খবর। তবে তবে দুই বিদেশীর দিকে তাদের নজর আছে তারা হলেন মার্টিন গুপ্তিল আর তামিম ইকবাল। তবে সূত্রের খবর, স্পিন খেলায় দক্ষতার কারণেই এগিয়ে রয়েছেন তামিম। তামিমকে নিলে তাঁর জন্য সানরাইজার্সকে দিতে হবে ৫০ লক্ষ টাকা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.