Header Ads

উলটপুরান, যোগীর কেন্দ্রে নাস্তানাবুদ গেরুয়া বাহিনীর।

নজরবন্দি ব্যুরো: উত্তর প্রদেশের দুটি লোকসভা আসনের উপনির্বাচনের ফল প্রকাশ হচ্ছে। গোরক্ষপুরের ফলাফল প্রকাশ ঘিরে নির্বাচন কমিশন প্রশ্নের মুখে৷ অভিযোগ, বেশ কয়েক রাউন্ড গণনা হয়ে গেলেও প্রথম রাউন্ডের ফালই প্রকাশ করা হয়েছে। এই কেন্দ্রে এগিয়ে সমাজবাদী পার্টি। এখনও পর্যন্ত ১৩৪৬৬ ভোটে এগিয়ে রয়েছে সপা প্রার্থী। পিছিয়ে বিজেপি।
বিরোধীদের অভিযোগ, ফল গণনা কেন্দ্রে কিছু ঘটনা ঘটাতে চাইছে বিজেপি। এদিকে একাধিক সংবাদ মাধ্যমেও গোরক্ষপুরের ফল প্রকাশ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

এর আগে গোরক্ষপুর কেন্দ্রে গত লোকসভায় জয়ী হন যোগী আদিত্যনাথ। তিনি আসনটি ছেড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। এর ফলে হচ্ছে উপনির্বাচনে। আর এই উপ নির্বাচনেই বিজেপির বিরুদ্ধে সমাজবাদী পার্টির প্রার্থীকে সমর্থন করেছে বিএসপি।

কংগ্রেস লড়ছে পৃথক ভাবে। ফলে অ-বিজেপি জোট বনাম বিজেপির লড়াই ঘিরে উত্তেজনায় ফুটছে গোরক্ষপুর সহ গোটা দেশ।
অপরদিকে ফুলপুর লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনে বড় ধাক্কা খাচ্ছে বিজেপি।

এখানে সমাজবাদী পার্টির প্রার্থী অনেকটাই এগিয়ে প্রায় ১৬০০০হাজার ভোটে।এখানে তাদের সমর্থন করছে বিএসপি। ফুলপুর থেকে গত লোকসভায় নির্বাচিত হন বিজেপির কেশব প্রসাদ মৌর্য। তিনি পরে উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী হতেই আসনটি খালি হয়৷ সেই আসনেই চলছে উপ নির্বাচনের ফল প্রকাশ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.