Header Ads

"রামকৃষ্ণ, নজরুল, স্বামী বিবেকানন্দের এই বাংলায় মানুষ বিভেদে বিশ্বাসী নন" ত্বহা সিদ্দিকি

নজরবন্দি ব্যুরোঃ রামনবমী উপলক্ষে রাজ্যে হয়ে গেছে অস্ত্র মিছিল। সেই নিয়ে অশান্তির শেষ নেই গোটা রাজ্যে। এখনো পর্যন্ত অশান্ত রানীগঞ্জ আসানসোল এলাকা। বিস্তীর্ণ এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। ধর্মের নামে যখন চলছে রাজনৈতিক প্রদর্শনী ঠিক তখনই মানুষে মানুষে সম্প্রীতির বার্তা দিলেন ত্বহা সিদ্দিকি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, পশ্চিমবঙ্গ সম্প্রীতির রাজ্য। তবে মানুষে মানুষে এই সম্প্রীতির কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, বুদ্ধদেব ভট্টাচার্যের নয়, অধীর চৌধুরীর নয় বা কোনো রাজনৈতিক নেতার নয়। এর কৃতিত্ব বাংলার মানুষের। রামকৃষ্ণ, নজরুল, স্বামী বিবেকানন্দের এই বাংলায় মানুষ বিভেদে বিশ্বাসী নন।

এরপরেই বিস্ফোরক উক্তি করেন ত্বহা, "রাজনীতির নেতারা কখনোই সাম্প্রদায়িক সম্প্রীতি চান না। ভোটের জন্য এঁরা সব পারেন। চেয়ারের জন্য এদের নিজেদের মা-বাবার সম্মান পর্যন্ত নেই। এঁরা ধর্মকে কি সম্মান করবে?" একদা মুকুল রায়ের কাছের লোক বলে পরিচিত তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি মুকুল রায় বা অন্য কোনো রাজনৈতিক নেতার কাছের লোক নন, তিনি মানুষের কাছের লোক।

শুনুন কি বললেন ত্বহা সিদ্দিকি-
https://youtu.be/luspEq1peT0
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.