Header Ads

এবার স্কুলের শিক্ষকদের উপর নজর রাখতে আরও কড়া হচ্ছে সরকার!

নজরবন্দি ব্যুরো: স্কুল শিক্ষকদের উপস্থিতি জানতেও কি এবার আসতে পারে বায়ো মেট্রিক-ব্যবস্থা? অবশ্য কিছুদিন আগে এমন ইঙ্গিত পাওয়া গিয়ে ছিল।
রাজ্যে এখনও পর্যন্ত তেমন কিছু বিজ্ঞপ্তি জারি না হলেও, দক্ষিণ দিনাজপুরের জেলা স্কুলে পরিদর্শকের একটি সাম্প্রতিক নির্দেশ এই জল্পনা বাড়িয়ে দিয়েছে, স্কুলগুলি চাইলে নিজেদের উন্নয়ন তহবিল থেকে বায়ো মেট্রিক মেশিন বসাতে পারে।

স্কুলশিক্ষা দপ্তর সূত্রে খবর, অধিকাংশ সরকারি অফিস এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বায়ো মেট্রিক ব্যবস্থা চালু হওয়ার পর স্কুল গুলিতে তা ধীরে ধীরে শুরু করা হবে। এই জন্য যে আর্থিক সাহায্য দরকার রাজ্য সরকার তার অনুদান হিসাবে ৮০% স্কুল গুলি পাবে বলে সিদ্ধান্ত হয়েছে।

শুধু এই বায়ো মেট্রিক ব্যবস্থা নয়, এবার স্কুলে শিক্ষক ও শিক্ষা-কর্মীদের উপস্থিতির হিসাব নিয়ে দপ্তর যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে । মৌখিক ভাবে স্কুল গুলিতে তা জানিয়ে দেওয়া হয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.