Header Ads

৪৫ দিনের IPLথেকে কত রোজকার বোর্ডের জানেন? চমকে যাবেন আপনিও।

নজরবন্দি ব্যুরোঃ ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর এবার ২০১৮ তে তা পড়লো ১১ তম বর্ষে। এবারের আইপিএল থেকে বোর্ড ২০০০ কোটি টাকা রোজগার করবে। যার ৯৫ শতাংশই লভ্যাংশ। এবছর বিসিসিআই বিনিয়োগ করেছে ১২৫ কোটি টাকা।

আর রিটার্ন পাবেন ২১০৭ কোটি টাকা। এর অর্থ ৪৫ দিনের এই টুর্নামেন্ট থাকে তারা যে আয় করবেন তার চাইতে অনেক টাই কম সারাবছরের ক্রিকেট থেকে। পরিকাঠামোগত ক্ষেত্রে বোর্ডের খরচ হতে পারে ১২৭২ কোটি টাকা। তার বিনিময়ে আয় হবে ৩৪১৩ কোটি টাকা। গতবার আয় করেছিল ৪০০ কোটি আর এবছর হবে ৬৭০ কোটি টাকা। তাহলে ভাবুন এই সোনার ডিম পারা হাঁস কে কতটা যত্নে রাখবেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.