Header Ads

মাইক্রোফোনে হাত দিতেই কারেন্ট শক খেলেন মুখ্যমন্ত্রী! আরও সতর্ক হবার কি দরকার ছিল না ?

নজরবন্দি ব্যুরো: ভাষা দিবসের মঞ্চে মাইক্রোফোনে হাত দিয়েই পোডিয়াম থেকে দ্রুত সরে এলেন মুখ্যমন্ত্রী। "ওখানে (মাইক্রোফোনে) হাত দিলেই কারেন্ট শক মারছে।" মুখ্যমন্ত্রীর মুখে এই কথা শুনেই সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে ।
কোথায় মাইক-ম্যান? কি কারণে এই সমস্যা জানার জন্য উদগ্রীব হয়ে পড়লেন সভার আয়োজক থেকে উপস্থিত সমর্থকরা। উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে দর্শক-শ্রোতাদের মধ্যেও। এর পর মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে কর্ড-লেস মাইক্রোফোন তুলে নিয়ে শুরু করলেন ভাষা দিবসের বক্তৃতা।
কিন্তু প্রশ্ন উঠছে এমন ঘটনা ঘটল কি করে? যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন সেই মাইক্রো-ফলে বিদ্যুৎ এলো কোথা থেকে? তাহলে কি আয়োজকরা ফাইনাল চেকিং করে নি? যদিও আয়োজকদের দাবি তাদের আয়োজনে কোন ত্রুটি ছিলনা।এই ঘটনাটি নিছকই এক দুর্ঘটনা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.