Header Ads

শিক্ষকদের সমস্যা সমাধানে এবার উদ্যোগ নিলো শিক্ষা দফতর।

নজরবন্দি ব্যুরো: শিক্ষক ও শিক্ষিকাদের সমস্যার কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিলো স্কুল শিক্ষা দফতর।
জানা গিয়েছে, স্কুলশিক্ষা দফতরের আইন সেল এবং শিক্ষা কমিশনারে-টের ‘আইন সেল’-এর মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে অভিযোগ অনেকদিনের। তাই সমাধান-সূত্র হিসেবে এ বার গড়ে তোলা হচ্ছে সুসংহত আইন সেল। এখন পৃথক আইন সেল রয়েছে স্কুলশিক্ষা দফতর ও শিক্ষা কমিশনারেটে।
স্কুলশিক্ষা দফতর সূত্রের খবর, অধিকাংশ ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকারা দু’টি জায়গাতেই অভিযোগ করেন। আর এর ফলে কার ফাইল যাবে, তা নিয়ে টানাপড়েন শুরু হয়। ফলে গুরুত্ব দিয়ে ফাইল দেখার সময় যে হয় না, তা মানছেন কর্তারাই।

দফতরে বিচার পেতে দেরি হওয়ায় অনেক শিক্ষক বা শিক্ষিকাদের অনেক সময় আদালতের দ্বারস্থ হয় । দীর্ঘদিন ফাইল নড়াচড়া না-হওয়ায় ফলে মামলার খরচের সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রে ক্ষতিপূরণের টাকাও সরকারি কোষাগার থেকে অতিরিক্ত খরচ হয় । তাই সমন্বয় বাড়াতে নতুন সেল তৈরির এই উদ্যোগ।
Loading...

1 টি মন্তব্য:

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.