Header Ads

আবার রাজস্থান রয়্যালসে ফিরলেন শ্যেন ওয়ার্ন!

নজরবন্দি ব্যুরোঃ ২০০৮ সালের প্রথম আইপিএল-এ যোগ দিয়েছিলেন দলের ক্যাপ্টেন এবং কোচ হিসেবে। তিনি বিশ্ববিখ্যাত অস্ট্রেলিয়ান স্পিনার শ্যেন ওয়ার্ন। প্রথম বছর আইপিএল-এ চ্যাম্পিয়নও করেছিলেন দলকে। তারপর দীর্ঘ সাত বছরের বিচ্ছেদ কাটিয়ে আবার ২০১৮-র আইপিএল-এ রাজস্থানে শ্যেন ওয়ার্ন।
তবে এবার খেলোয়াড় বা কোচ নন, তিনি যুক্ত হচ্ছেন দলের মেন্টর হিসেবে। এই খবর পাওয়ার পর উত্তেজিত শ্যেন ওয়ার্ন জানিয়েছেন, রাজস্থানে ফিরতে পেরে তিনি দারুন খুশি ও উত্তেজিত। তাঁর ক্যারিয়ারে রাজস্থান রয়্যালসের বিশেষ জায়গা আছে, জানিয়েছেন অজি স্পিনার। তাঁকে ফের আমন্ত্রন করায় তিনি অভিভূত। তিনি আরও বলেছেন, "এবারে রাজস্থান রয়্যালসের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছেন। তাঁদের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি"।

প্রসঙ্গত, স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে দুবছরের জন্য নির্বাসিত হয়েছিল রাজস্থান রয়্যালস ও চেন্নাই। এবছর সেই নির্বাসন কাটিয়ে ফিরে এসেছে দুটি দলই। আবার ফিরে এসেছেন শ্যেন ওয়ার্ন। খেলোয়াড় ও ক্যাপ্টেন হিসেবে আইপিএল তো দিয়েছেনই তাঁর দলকে, এবার কি মেন্টর হিসেবে পারবেন সেই পুরনো গৌরব ফিরিয়ে দিতে? প্রশ্ন রাজস্থানের ফ্যানেদের।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.