Header Ads

শূন্যপদে অবিলম্বে নিয়োগ সহ বিভিন্ন সমস্যা সমাধানে ১০ দফা দাবিতে স্তব্ধ হতে চলেছে ভারতীয় রেল!

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় রেল এক ঐতিহ্যশালী বিভাগ। কিন্তু সেই রেলই এখন বিভিন্ন সমস্যায় জর্জরিত। রয়েছে যাত্রী অভিযোগ, কর্মী অভিযোগ, চাকরি প্রার্থীদের অভিযোগ সহ একাধিক অভিযোগে জর্জরিত রেল। সেই সব সমস্যা সমাধানে ১০ দফা দাবিতে আগামি ১৬ই ফেব্রুয়ারি সারা রাজ্য জুড়ে 'রেল রোকো' কর্মসূচি গৃহীত হয়েছে।
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, ভারতের ছাত্র ফেডারেশন এবং পশ্চিম্পবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়নের তরফে চলতি মাসের ১৬ তারিখ গোটা রাজ্য ব্যাপী রেল রোকো কর্মসূচির ডাক দিয়েছে। যে সমস্ত দাবিতে তারা এই বনধ কর্মসূচির ডাক দিয়েছে সেগুলি হল-

রেলের সমস্ত শূন্যপদে দ্রুত নিয়োগ।
চুক্তিভিত্তিক রেলকর্মী নিয়োগ পদ্ধতি বাতিল।
অবসরপ্রাপ্ত রেল কর্মীদের পুনরায় নিয়োগ বন্ধ করা।
রেললাইন এবং রেল স্টেশন বিক্রির বিরোধিতা।
ভারতীয় রেলের বেসরকারি করণ বন্ধ করা।
রেলে ১০০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বন্ধ করার দাবি।
ক্যানিং, নামখানা, বজবজ লাইনে ট্রেন বন্ধ করা চলবে না।
পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ করা যাবে না।

এছাড়াও আরও যে সমস্ত দাবিতে এই রাজ্য ব্যাপী রেল ধর্মঘট তা হল- যাত্রী চাপ কমাতে এবং দুর্ঘটনা কমাতে অতিরিক্ত ট্রেন চালানো, প্রতি স্টেশনে পুরো কারশেড এবং পর্যাপ্ত টিকিট কাউন্টার, প্রতিটি প্লাটফর্ম উঁচু করা, স্টেশনে পরিশ্রুত পানীয় জল, সঠিক সময়ে ট্রেন চালানো সহ আরও অন্যান্য দাবি। এই সমস্ত দাবিতে অনড় ধর্মঘটিরা ওইদিন কার্যত রেলকে স্তব্ধ করে দেওয়ার ঘোষনা জারি করেছেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.