Header Ads

জঙ্গলমহলের ক্ষমতা ধরে রাখতে মুখ্যমন্ত্রীর ভরসা মাওবাদীরাই!

নজরবন্দি ব্যুরোঃ বিগত বাম জমানার শেষের দিকে অশান্ত জঙ্গলমহল এখন অনেকটাই শান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জঙ্গলমহল নিয়ে বারবার দাবি করেছেন, জঙ্গলমহল হাসছে। বিরোধীরা এই নিয়ে অনেক মন্তব্য করেন। কিন্তু এই জঙ্গলমহল যে হাসছে তার মূলে আছে ৩৫৫ জন মাওবাদী। তারাই বর্তমানে জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর মূল ভরসা। এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
জানা গেছে, জঙ্গলমহলের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কর্তাদের পাশাপাশি ৩৫৫ জন মাওবাদীদের নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি এক সংবাদ মাধ্যমের। নবান্ন সূত্রে খবর, ভারতী ঘোষের নাম না করে মুখ্যমন্ত্রী আত্মসমর্পণকারী মাওবাদীদের বলেন, আগে যারা পুলিশ ছিল এখন তারা আর নেই। তাই তারা কিছু বললে কানে তুলবেন না। যারা এখন পুলিশে রয়েছেন একমাত্র তাঁদের কোথাই শুনবেন।

এর পাশাপাশি বিজেপিকে আক্রমণ করে প্রশাসনকে নির্দেশ দেন, বিজেপি ঝাড়খণ্ড থেকে তাঁদের ক্যাডার ঢুকিয়ে জঙ্গলমহলে ঝামেলা পাকাতে চাইবে। জঙ্গলমহলে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইবে। মাওবাদীদের মোকাবিলায় শান্তিপূর্ণ নেটওয়ার্ক তৈরি করুন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.